World

৯০০ মানুষের জীবন নিল ‘ম্যাথিউ’

এমন মারণ হ্যারিকেন শেষ কবে দেখেছিলেন হাইতিবাসী? আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে হাইতি জুড়ে। একটা ঝড় আগাম জানান দিয়ে এল, আছড়ে পড়ল আর হেলায় ৯০০টা প্রাণ কেড়ে নিল! সব আগাম সতর্কতাকে ব্যর্থ প্রমাণ করতে ঝড়টা সময় নিল কয়েক ঘণ্টা। নাম ‘ম্যাথিউ’, খাতায় কলমে ক্যাটাগরি ওয়ান হ্যারিকেন, ঝড়ের তীব্রতা ছিল ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। আপাতত তাতেই তছনছ হয়ে গেছে হাইতি। মৃতের সংখ্যা ৯০০ বলা হলেও সংখ্যাটা চার অঙ্কে পৌঁছলে অবাক হওয়ার কিছু নেই বলে মনে করছেন খোদ হাইতিবাসী। এছাড়া অজস্র বাড়ি ভাঙা, গাছ থেকে বিদ্যুতের খুঁটি ওপড়ানো, গাড়ি তছনছ, গবাদি পশুর ক্ষতি, প্রবল বন্যা তো রয়েইছে। শুধু হাইতি নয়, হাইতি হয়ে স্থলভূমিতে প্রবেশ করা ‘ম্যাথিউ’ চুরমার করে দিয়েছে মার্কিন মুলুকের দক্ষিণ-পূর্ব প্রান্ত। প্রবল ঝড়ের সঙ্গে লাগাতার অবিশ্রান্ত বৃষ্টি বহু জায়গায় বন্যা পরিস্থিতির তৈরি করেছে। অগুনতি বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় পড়ে আছে। ফ্লোরিডা, জিওর্জিয়া, সাউথ ক্যারোলিনার অবস্থা ভয়াবহ। বন্যা তো আছেই, সেইসঙ্গে প্রায় ১৫ লক্ষ বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় পড়ে আছে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button