মাটি চিরে লাল গর্ত, যা দেখছেন সত্যিটা একেবারেই তা নয়
এক ঝলক দেখলে মনে হবে মাটির ঢেলার একটা অংশ চেরা। আর তার মধ্যে লাল টকটকে কিছু একটা ঢুকে গেছে গর্তের মত। সত্যি জানলে চমকে যেতে হয়।
মাটির একটা ঢেলা মনে হওয়াটার মধ্যে খুব ভুল নেই। মাটি পাথুরে জমির ওপরই এই মাটির রংয়ের বিভিন্ন আকারের ঢেলার মত বস্তুগুলি পড়ে থাকে। এই ঢেলার মত অংশের মাঝে বড় করে চেরা। যার মধ্যেটা টকটক করছে লাল। চেরা অংশের ধার জুড়েও লাল অংশ। চেরা অংশটি যেন অনেকটা গর্তের মধ্যে ঢুকে গেছে। যার পুরোটাই লাল।
এটা দেখে অবাক লাগতে পারে। লাগাটাই স্বাভাবিক। মনে হতেই পারে এটা আসলে কি! উত্তরে একটু হেঁয়ালি করে বলা যেতেই পারে ব্রণ তাড়ানোর ওষুধ! কথাটা একদম ভুলও নয়।
এই মাটির ঢেলার মত দেখতে জিনিসটি আসলে এক ধরনের ফুল। অবশ্যই এ ফুলগাছের কোনও মূল নেই। নেই কোনও ডালপালা, পাতা। এটি এক ধরনের পরজীবী উদ্ভিদ। যা মাটির তলা থেকে জন্মায়।
এগুলি প্রধানত পাওয়া যায় দক্ষিণ আফ্রিকার শুকনো প্রান্তরে। এখানেই মাটির ওপর পড়ে থাকে এগুলি। যাকে স্থানীয়রা জ্যাকল ফুড বলেন। বৈজ্ঞানিক নাম হাইডনোরা আফ্রিকানা।
এই ফুল জন্ম নিতে একবছর লাগে। ফুল বললে যে সুন্দর একটি রঙিন সৃষ্টি চোখের সামনে ফুটে ওঠে এ ফুলের সে সৌন্দর্য নেই। বরং বড়ই অসুন্দর এই ফুল।
তার ওপর এর গন্ধ এতটাই খারাপ যে সহ্য করাই মুশকিল। কিন্তু এই ফুল থেকে যে ফল হয় তার কিন্তু অনেক গুণ। এটি ব্রণ কমানোর ফেস ওয়াশে পর্যন্ত ব্যবহার করা হয়।