সোমবার লাজংয়ের সঙ্গে ড্র করে ইস্টবেঙ্গল এখন এক ম্যাচ বাকি থাকতে ৩০ পয়েন্টে। আইলিগের লিগ টেবিলে তারা রয়েছে ৪ নম্বরে। মোহনবাগানও ১৭ ম্যাচ খেলে ৩০ পয়েন্টে দাঁড়িয়ে। তবে গোল পার্থক্যে এগিয়ে থেকে টেবিলের ৩ নম্বরে রয়েছে সবুজ মেরুন। এরা শেষ ম্যাচে জিতলে দুই দলই পৌঁছবে ৩৩ পয়েন্টে। ফলে আইলিগ জয়ের সম্ভাবনাও রয়েছে। তবে তা নির্ভর করছে মিনার্ভা ও নেরোকার ফলাফলের ওপর।
মিনার্ভা রয়েছে লিগ টেবিলের সবচেয়ে উপরে। তাদের সংগ্রহ ৩২ পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছে নেরোকা। তাদের ১৭ ম্যাচে পয়েন্ট সংগ্রহ ৩১। সকলেরই শেষ ম্যাচ বৃহস্পতিবার। ওখানে এই ৪টি দলের যে কেউ আইলিগ জিততে পারে। সেটা নির্ভর করবে ওদিনের ফলাফলের ওপর। শেষ ম্যাচে মোহনবাগান খেলবে গোকুলামের বিরুদ্ধে। ইস্টবেঙ্গল খেলবে নেরোকার বিরুদ্ধে। মিনার্ভা ঘরের মাঠে মুখোমুখি চার্চিল ব্রাদার্সের। তারা জিতলে তারাই চ্যাম্পিয়ন। আর হারলে অঙ্ক বদলাবে। ফলে সুযোগ সকলের সামনেই রয়েছে। তবে শর্তও রয়েছে। বিশেষত ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সামনে। অন্য দলের রেজাল্ট ও নিজেদের জয়ের ওপর অনেকটা নির্ভর করছে তাদের লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ।