সেমিফাইনালে ফেভারিট ছিল ইংল্যান্ডই। আন্ডারডগ হিসাবেই দেখা হচ্ছিল পাকিস্তানকে। ইংল্যান্ড খেলছিল তাদের চেনা মাঠে। চেনা আবহাওয়ায়। তার একটা অ্যাডভান্টেজ তো থাকেই। কিন্তু এতকিছু নিয়েও পাকিস্তানের ব্যাটিং বোলিংয়ের সামনে ভেঙে পড়ল বেন স্টোকসের মত খেলোয়াড় নিয়ে তৈরি ইংল্যান্ড টিম। যারা এই প্রতিযোগিতায় আগের ম্যাচে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও বাংলাদেশকে হারিয়েছে। এদিন প্রথমে ব্যাট করে পাক বোলিং আক্রমণের সামনে দিশেহারা হয়ে পড়ে ইংল্যান্ড। ৪৯.৫ ওভারে মাত্র ২১১ রান করে সব উইকেট হারায় দিশেহারা ব্রিটিশ টিম। পরে ব্যাট করতে নেমে পাক ওপেনিং জুটি আজহার আলি ও ফখর জামান মিলেই খেলার ভাগ্য স্থির করে দেন। মাত্র ২ উইকেট হারিয়ে জেতার জন্য প্রয়োজনীয় রান ৩৭ ওভার ১ বলে তুলে নেয় পাকিস্তান। পাকা করে নেয় চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের টিকিট।