Sports

বড় ধাক্কা, এই বিশ্বকাপে আর খেলতে পারবেন না শিখর ধাওয়ান

২০১৯ বিশ্বকাপে আর খেলা হল না ভারতের অন্যতম বড় ব্যাটিং ভরসা শিখর ধাওয়ানের। সংবাদ সংস্থা জানাচ্ছে, তাঁর আঙুলের চোট এখনও সারতে কমপক্ষে ২ সপ্তাহ। ফলে এই বিশ্বকাপে আর শিখরকে ওপেনিংয়ের সময় পাচ্ছেন না রোহিত শর্মা। পাচ্ছেনা ভারতীয় দল। এটা অবশ্যই ভারতীয় দলের জন্য বড় ধাক্কা। শিখরের আঙুলের যা পরিস্থিতি তাতে ওই আঙুল সারতে এখনও ভাল সময়ই লেগে যাবে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের নায়ক ছিলেন শিখর ধাওয়ান। একাই করেন ১১৭ রান। তখনই ব্যাটিং করার সময় কুল্টারনাইলের বল তাঁর আঙুলে লাগে। তখন অতটা বুঝতে না পারলেও আউট হয়ে ফেরার পর প্যাভিলিয়নে ক্রমশ তাঁর আঙুল ফুলতে থাকে। এক্স রে করা হয়। তাতে কিছু পাওয়া যায়নি। পরে সিটি স্ক্যান করে আঙুলে চিড় ধরা পড়ে।


আঙুলের চিকিৎসা হওয়ার পর আঙুলে ব্যান্ডেজ করেই জিম করছিলেন শিখর। হয়তো আশায় ছিলেন যে কয়েকটা ম্যাচ বাদ যাবে। তারপর ঠিক হয়ে ফের বিশ্বকাপের অন্য ম্যাচে নামবেন তিনি। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে তিনি এই বিশ্বকাপে আর নামতে পারছেন না। এদিকে শিখর চোট পাওয়ার পর ইতিমধ্যেই ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন ঋষভ পন্থ। তবে দলে তাঁর জায়গা হবে কিনা তা ঠিক করবেন কোচ শাস্ত্রী ও অধিনায়ক কোহলি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button