পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ মিকি আর্থার এদিন ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়েছেন। যে কথা তিনি বলেছেন তাতে হতবাক ক্রিকেট দুনিয়া। ভারতের কাছে পাকিস্তানের হারের পর প্রবল সমালোচনার মুখে তিনি নিজেকে খুব হীন বলে মনে করছিলেন। সেই গ্লানি সে সময় এমন পর্যায়ে পৌঁছয় যে তিনি নাকি আত্মহত্যা করতে চেয়েছিলেন। যেভাবে হারের পর থেকে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার এবং ফ্যানেরা পাক দলের ক্রিকেটার এবং ম্যানেজমেন্টকে লক্ষ্য করে সমালোচনা শুরু করেন তাতে তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন বলে নিজেই সাংবাদিক সম্মেলনে জানান মিকি আর্থার।
পাকিস্তান ভারতের কাছে হারার পর ফিরে আসার লড়াইটা ছিল প্রধান। প্রবল সমালোচনার মুখে এটা বড় বিষয় ছিল। টিকে থাকার লড়াই ছিল। সেখানে রবিবার দক্ষিণ আফ্রিকাকে হারায় পাকিস্তান। এই জয়ের পর সাংবাদিক সম্মেলনে মিকি আর্থার জানান ভারতের কাছে হারার পর তিনি এত সমালোচনার মুখে পড়েন যে এক সময় আত্মহত্যা করতে চেয়েছিলেন।
পাকিস্তান বিশ্বকাপে ৬টি ম্যাচ খেলে ফেলেছে। তাদের ঝুলিতে রয়েছে ৫ পয়েন্ট। বাকি আর ৩টি ম্যাচ। পয়েন্ট টেবিলের ৭ নম্বরে রয়েছে পাক দল। এবার বিশ্বকাপে মোট ১০টি দল খেলছে। কোনও গ্রুপ নয়। এবার খেলা হচ্ছে অল প্লে অল নিয়মে। এখান থেকে টেবিলের প্রথম ৪টি দল সেমিফাইনালে পৌঁছবে। বাকিদের ফিরতে হবে। এখন যা পয়েন্টের অবস্থা তাতে ওই ফেরার দলে পাকিস্তান থাকছে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা