অস্ট্রেলিয়া ম্যাচে তিনিই নায়ক। আবার ওই ম্যাচেই আঙুলে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ভারতের নির্ভরযোগ্য ওপেনার শিখর ধাওয়ান। তাঁর জায়গায় দলে জায়গা পান অলরাউন্ডার বিজয় শঙ্কর। এবার নেট প্র্যাকটিসের সময় বুমরাহ-র বলে পায়ের আঙুলে চোট পেলেন তিনিও। চোট যথেষ্ট চিন্তার। আপাতত সম্পূর্ণ বিশ্রাম। ফলে বিশ্বকাপে বিজয় শঙ্করের দৌড়ও শেষ। তাঁর জায়গায় অন্য কাউকে পাঠানোর জন্য আইসিসি-র কাছে আবেদন জানিয়েছে বিসিসিআই। যেটুকু শোনা যাচ্ছে তাতে কর্ণাটকের ব্যাটসম্যান মায়াঙ্ক আগরওয়ালকে বিজয় শঙ্করের জায়গায় ইংল্যান্ডে পাঠানো হতে পারে।
বিজয় শঙ্করের পরিস্থিতি যে ভাল নয় তার ইঙ্গিত ইংল্যান্ড ম্যাচের টস-এর সময়ই বিরাট কোহলির কথায় উঠে এসেছিল। তিনি জানিয়েছিলেন বিজয় শঙ্করের আঙুলের চোটটা খুব সুবিধের নয়। বিজয়ের জায়গায় ঋষভ পন্থ খেলবেন। ঋষভের নির্ভীক ব্যাটিংয়ের প্রশংসা করে বিরাট জানান একবার যদি ঋষভ ২০ রান করে দিতে পারেন তবে তাঁকে রোখা মুশকিল।
বিজয়ের জায়গায় ঋষভ কিন্তু ইংল্যান্ড ম্যাচে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তাঁর বিশ্বকাপে প্রথম ম্যাচ। এত কম বয়সে বিশ্বকাপের মত মঞ্চে ভারতের হয়ে খেলা। তাও আবার প্রতিপক্ষ যেখানে শক্তিশালী ইংল্যান্ড। তারওপর বিশাল রানের টার্গেট তাড়া করার চাপ। সব কিছুই কিন্তু নিজের প্রতিভা দিয়ে ঢেকে দেন ঋষভ। ফলে তাঁর হয়তো পরের ম্যাচেও সুযোগ নিশ্চিত। মঙ্গলবারই বাংলাদেশের বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। জিতলেই সেমিফাইনালের টিকিট পাকা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা