সেমিফাইনাল থেকে ফাইনালে পৌঁছতে ভারতের সামনে লক্ষ্য ২৪০ রান। খুব বড় রান নয়। ভারতের যা ব্যাটিং লাইনআপ তাতে এই রান তুলে নেওয়া খুব সমস্যার নয়। তবে অতিরিক্ত আত্মতুষ্টি সমস্যার হতে পারে। কারণ নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ যথেষ্ট শক্তিশালী। তাই ধরে ধরে ম্যাচ বার করার রাস্তাই শ্রেয় বলে মনে করছেন ক্রিকেট বোদ্ধারা।
গতকাল ম্যাঞ্চেস্টারে বৃষ্টির জন্য নিউজিল্যান্ডের ইনিংস পুরো শেষ হয়নি। ৪৬.১ ওভারে ২১১ রান তোলার পরই বৃষ্টি নামে। তারপর আর খেলার পরিস্থিতি তৈরি হয়নি। সেমিফাইনাল হওয়ায় খেলা গড়ায় পরদিনে। এদিন ওই অবস্থা থেকেই ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। কম রানে দাঁড়িয়ে থাকা নিউজিল্যান্ড চাইছিল এদিন যতটা সম্ভব রান করে রাখতে। এদিন ২৩ বলে ৩ উইকেট হারিয়ে তারা তোলে ২৮ রান। ২৩৯ রানে শেষ হয় ৫০ ওভার। ৮ উইকেট হারিয়ে এই রান তোলে নিউজিল্যান্ড।
ভারতের সামনে সহজে ফাইনালে পৌঁছনোর রাস্তা খোলা। সেটা বিরাট বাহিনী কতটা কাজে লাগাতে পারে সেটাই দেখার। এদিন অবশ্য ম্যাঞ্চেস্টারে সকালের আকাশ রোদ ঝলমলে। তবে দুপুরের দিকে বৃষ্টির একটা সম্ভাবনা আছে।