ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে টানটান উত্তেজনার ফাইনাল দেখেছেন ক্রিকেটপ্রেমী মানুষজন। রুদ্ধশ্বাস লড়াইয়ের একটা ঠিকঠাক উদাহরণ হয়ে থাকবে এই লড়াই। কিন্তু তার আগে লর্ডসের ঐতিহ্যবাহী ক্রিকেট মাঠে আর একটা ঘটনা রীতিমত সাড়া জাগালো। পুরো পর্বটি ক্যামেরাবন্দি করতে ভুল করেননি আশপাশের দর্শকরা। কালো পোশাক পরা এক মহিলাকে নিয়ে এই ঘটনা। গায়ের সঙ্গে লেপটে থাকা একটি উত্তেজক পোশাক পরে তার ওপর কালো একটা কাপড় জড়িয়ে ছুটে তিনি পার করে ফেলেন মাঠ ও দর্শকদের মাঝের বেড়া।
তখন নিউজিল্যান্ড ব্যাট করছে। ৪৫ রানে ১ উইকেট। সেই সময় মাঠের সুরক্ষার দায়িত্বে স্বাভাবিক ভাবেই রয়েছেন সুরক্ষাকর্মীরা। ওই মহিলা যে মাঠে ঢোকার চেষ্টা করছেন তা প্রথম নজরে পরে একজন সুরক্ষাকর্মীর। তিনি ওই মহিলাকে চেপে ধরেন। তাঁর হাত ছাড়িয়ে তখন ওই মহিলা আপ্রাণ চেষ্টা করছেন মাঠে ঢোকার। এই দেখে ছুটে আসেন অন্য সুরক্ষাকর্মীরাও। তারপর সকলে মিলে ওই মহিলাকে কার্যত চ্যাংদোলা করে তুলে মাঠের বাইরে নিয়ে যান। এই কাণ্ড দেখে তখন দর্শরা হেসেই খুন। সেই ছবি সকলে ক্যামেরায় তুলে রাখেন। পরে বিভিন্ন সংবাদপত্রে এই ছবি প্রকাশিত হয়। একাধিক ছবি প্রকাশ করে বিভিন্ন ওয়েবসাইট। সেখানে স্টিল ফোটোতেই তুলে ধরা হয়েছে কীভাবে ওই মহিলাকে ধরে তারপর সকলে মিলে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাচ্ছেন।
জানা গেছে ওই মহিলার নাম ইলিনা ভুলিতস্কি। ইউটিউব প্র্যাঙ্কস্টার ভিতালি জোরোভেতস্কি-র মা তিনি। ইলিনা যে কালো পোশাক পরে মাঠে ঢোকেন তাতে লেখা ছিল ‘ভাইটালি আনসেন্সরড’। এটি আসলে একটি প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইট। যেটি তাঁর ছেলে চালান। পরে ভিতালি জানান, তাঁর মা আসলে বিশ্বকাপটা একবার ছুঁয়ে দেখতে চাইছিলেন। তবে মায়ের এটা পাগলামি ছিল বলেও মেনে নিয়েছেন তিনি। তবে ভিতালির জন্য এটা নতুন নয়। এর আগে মাদ্রিদে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল চলাকালীন ভিতালির প্রেমিকাও মাঠে ঢুকে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা