অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনিই জয়ের রূপকার। ১১৭ রানের একটা দুরন্ত ইনিংস উপহার দিয়ে তিনিই জয়ের ভিত গড়ে দেন। যথেষ্ট ফর্মেও ছিলেন তিনি। ইংল্যান্ডের পিচে স্বচ্ছন্দে ব্যাট করছিলেন। ভারতীয় ওপেনিংয়ের সেই ভরসার জায়গা শিখর ধাওয়ান আর খেলতে পারবেন না ৩ সপ্তাহ। ফলে ধরে নেওয়া হচ্ছে কার্যত এই বিশ্বকাপে তাঁকে হয়ত আর পাচ্ছে না ভারত।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করার সময় নাথান কুল্টার-নাইলের একটি বল তাঁর বুড়ো আঙুলে লাগে। যন্ত্রণা থাকলেও ওই অবস্থায়ও খেলা চালিয়ে যান শিখর। ১১৭ রান করে ফেরেন। কিন্তু ড্রেসিং রুমে ফেরার পর দেখা যায় তাঁর আঙুল ফুলে গেছে। অনেকক্ষণ বরফ দেওয়া হয় আঙুলে। কিন্তু কোনও ফল হয়নি। ফিজিও দেখেন। তিনিও কিছু করতে পারেননি। ফলে ঠিক হয় স্ক্যান করতে হবে আঙুলের। আর তাতেই ধরা পড়ে বুড়ো আঙুল ফেটেছে। ফলে ৩ সপ্তাহ সম্পূর্ণ বিশ্রাম।
এই খবর ভারতীয় শিবিরে পৌঁছনোর পরই ছন্দে থাকা দলটা মুষড়ে পড়ে। ধাওয়ানকে বিশ্বকাপের অন্য ম্যাচে না পাওয়া অবশ্যই ভারতের জন্য বড় ধাক্কা। সামনেই রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ। তারপর পাকিস্তান। এই অবস্থায় হয়ত কেএল রাহুলকে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পাঠানো হতে পারে। অন্যদিকে ধাওয়ানের জায়গায় দীনেশ কার্তিক না বিজয় শঙ্কর কাকে খেলান বিরাট-রবি শাস্ত্রী, এখন সেদিকেই চেয়ে সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা