বৃষ্টিতে ভেস্তে গেছে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ। ট্রেন্ট ব্রিজে একটানা বৃষ্টিতে খেলা শুরুর পরিস্থিতিই তৈরি হয়নি। আকাশের দিকে চেয়ে দিন কেটেছে ২টো দলেরই। একসময়ে শোনা যাচ্ছিল প্রয়োজনে ২ দলের মধ্যে ৫০ ওভারের ম্যাচ কমে টি-২০ খেলায় চলে যেতে পারে। কিন্তু সেটাও হয়নি। বৃষ্টি ধুয়ে নিয়ে গেছে খেলার সব আশা। অবশেষে ২ দলের মধ্যে ভাগাভাগি হয়ে গেছে পয়েন্ট। তাতে নিউজিল্যান্ড টেবিলের শীর্ষেই রইল। ভারত তাদের চেয়ে ১ ম্যাচ কম খেলে টেবিলে তৃতীয় স্থান ধরে রাখল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভেস্তে যাওয়া ম্যাচ অবশ্য এখন ভারতীয় শিবিরের কাছে অতীত। এখন লক্ষ্য পাকিস্তান।
ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক এখন তলানিতে। এমনকি পাকিস্তানের আকাশ দিয়ে বিমান নিয়ে উড়ে যাওয়ার ক্ষেত্রেও না করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত-পাকিস্তান এই তলানিতে ঠেকা সম্পর্ক তাদের মধ্যে বহুদিন হল সিরিজে ইতি টেনেছে। ফলে ২ দল ২ দলকে চেনে কেবলমাত্র টিভিতে দেখে। কোনও পক্ষেরই জানা নেই মাঠে এরা কেমন। অবশ্য এটা মানতেই হবে যে ভারত-পাক সম্পর্ক যখন ভালও হয়েছিল তখনও ২ দলের মধ্যে বিশ্বকাপে লড়াই টানটানই ছিল। প্রবল চাপের ছিল। ২ দেশের মানুষেরই প্রত্যাশা থাকে এই ম্যাচটা অন্তত জিতুক তাদের দল। এই চাপ যে খেলোয়াড়দের ওপরও থাকে না এমন নয়। বরং তাদেরই হয়তো সবচেয়ে বেশি চাপটা সহ্য করতে হয়।
দীর্ঘদিন পর অবশেষে ভারত-পাকিস্তান মুখোমুখি। রবিবার এই ২ যুযুধান দেশের ২ দল মুখোমুখি হচ্ছে। যদিও এটা নিছকই ক্রিকেট। তবু এ ক্রিকেট যুদ্ধের চেয়ে কম কিছু নয়। এখানে মাঠে যে দল তাদের নার্ভ ধরে রাখতে পারবে তারাই জিতবে। ভারতের একটা বড় নজির রয়েছে যে এখনও পর্যন্ত বিশ্বকাপে ভারত কখনও পাকিস্তানের কাছে হারেনি। খাতায় কলমে ভারতীয় দলও পাকিস্তানের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কিন্তু এই ম্যাচের চাপটা সামলানো একটা বড় বিষয়। যদিও বিরাটের দলের আগ্রাসী মনোভাব অবশ্যই প্লাস পয়েন্ট বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।