ক্রিকেট পৌঁছে গেল পৃথিবী থেকে ১ লক্ষ ২০ হাজার ফুট উঁচুতে
ক্রিকেট এবার পৌঁছে গেল একদম অন্য স্তরে। কার্যত সকলের ধরাছোঁয়ার বাইরে। কোনও খেলার এই উচ্চতায় পৌঁছে যাওয়া অবশ্যই এক আশ্চর্য সাফল্য।
ক্রিকেট পৃথিবীর সব দেশ খেলেনা। অন্তত তার জনপ্রিয়তা ফুটবলের মত নয়। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মত ক্রিকেট খেলিয়ে দেশগুলি বাদ দিলে বাকি দেশগুলির কিন্তু ক্রিকেট নিয়ে মাথাব্যথাও নেই। কিন্তু ক্রিকেট বিশ্ব এখন মুখিয়ে আছে ২০২৩ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপ দেখার জন্য।
সেই বিশ্বকাপ এদিন তার সফর শুরু করল। আর তা শুরু হল গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে। ক্রিকেট বিশ্বকাপের ট্রফি প্রথম দেখা দিল পৃথিবীপৃষ্ঠ থেকে ১ লক্ষ ২০ হাজার ফুট উঁচুতে।
এই উচ্চতায় বায়ুমণ্ডলের যে স্তর রয়েছে তাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। সেখানে পৌঁছে গেল বিশ্বকাপ। তাকে সেখানে পৌঁছে দিল এক বিশেষ ধরনের বেলুন।
আর সেই বেলুনেই বিশ্বকাপটি ধীরে ধীরে নেমে এল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। যা ছিল এক ঝলমলে উপস্থাপন। কার্যত মহাকাশ থেকে যেন নেমে এল ট্রফিটি।
বিশ্বকাপ ট্রফিটি এবার মোট ১৮টি দেশে ঘুরবে। যে তালিকায় রয়েছে কুয়েত, বাহরাইন, নাইজেরিয়া, মালয়েশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, উগান্ডা, ফ্রান্স, ইতালি সহ বিভিন্ন দেশ।
ভারত থেকে যাত্রা শুরু করে এই ট্রফি এখন এই ১৮টি দেশে ঘুরবে। তারপর ফেরত আসবে এবারের প্রতিযোগিতার আয়োজক দেশ ভারতে।
আগামী ৪ সেপ্টেম্বর এই ট্রফি ফের ভারতে ফেরত আসবে। তারপর বিশ্বের ১০টি দেশ ৬ সপ্তাহ ধরে লড়াই চালাবে এই ক্রিকেট মহাযুদ্ধ জয় করতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা