অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল। তায় আবার মুখোমুখি ভারত-পাকিস্তান। ফলে লড়াই ঘিরে পারদ যে চড়ছিল তা বলাই বাহুল্য। প্রথমে ব্যাট করে পাক বোলারদের নিয়ে ছেলেখেলা শুরু করেন শুভমান গিল। ১০২ রান করেন তিনি। ওপেনার পৃথ্বী শাহ করেন ৪১ রান। মানজোত কালরা করেন ৪৭ রান। ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ২৭২ রান করে ভারত।
বড় রান। চ্যালেঞ্জিং স্কোর। পাল্টা পাক ব্যাটিং হাড্ডাহাড্ডি একটা লড়াই দেবে বলে মুখিয়ে ছিলেন সকলে। কিন্তু পাকিস্তানের ব্যাটিং শুরু হতেই সব পরিস্কার হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে পাক ব্যাটিংয়ের কঙ্কালসার চেহারা সামনে এসে পড়ে। একের পর এক উইকেট পড়তে থাকে। এরমধ্যেই ভয়ংকর হয়ে ওঠে ইশান পোড়েলের বিষাক্ত বোলিং। মাত্র ১৭ রান দিয়ে পাকিস্তানের ৪ উইকেট তুলে নেন ভারতের এই তরুণ বোলার। মাত্র ৬৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ভারত জেতে ২০৩ রানে। এমন বিধ্বংসী জয় দেখে উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেট তারকারা। বীরেন্দ্র সেহওয়াগ এই জয়কে নৃশংস জয় বলে ব্যাখ্যা করেছেন। পাকিস্তানকে হেলায় হারানোর পর ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। খেলা হবে আগামী শনিবার।