মহিলা বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত। মাত্র ৭৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ভারতীয় বোলিংয়ের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করতে হয় পাক মেয়েদের। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। কিন্তু ব্যাট হাতে ওপেনার পুনম রাউত (৪৭), সুষমা বর্মা (৩৩) ও দীপ্তি শর্মা (২৮) ছাড়া আর কেউই তেমন রান করতে পারেননি। ৫০ ওভারের শেষে ৯ উইকেট হারিয়ে ভারতের স্কোর দাঁড়ায় ১৬৯। ১৭০ রান করলে জিতবে, এই অবস্থায় ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলিংয়ের সামনে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। ২৬ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে কার্যত ভারতের সামনে মুখ থুবড়ে পড়ে পাকিস্তান। ভারত একতা বিস্তের ঘূর্ণির সামনে নাস্তানাবুদ হতে থাকে পাক ব্যাটিং। ৫ উইকেট নিয়ে এদিন ম্যাচের মোড় একাই ঘুরিয়ে দেন একতা। মাত্র ৭৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তান দল। বিশ্বকাপে ৩ ম্যাচে ৩টেই জিতে লিগ টেবিলের শীর্ষে উঠে এলেন ভারতীয় মেয়েরা।