লিগ পর্যায়ে অস্ট্রেলিয়ার কাছে শোচনীয় হার হেরেছিল ভারত। সেই স্মৃতি তাড়া করার ভয় একটা ছিল। কিন্তু সেমিফাইনালে সেই হারের মধুর প্রতিশোধ নিলেন মিতালি রাজের মেয়েরা। বৃষ্টি বিঘ্নিত ৪২ ওভারের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরুতে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। মিতালি রাজের মত ব্যাটসম্যানও ৩৬ রানে প্যাভিলিয়নমুখো হন। একা হাল ধরে ছিলেন হরমনপ্রীত। কার্যত হরমনপ্রীত কউর-এর ১১৫ বলে ১৭১ রানের প্রলয়ঙ্করী ইনিংসের কাঁধে ভর করে ভারত মাত্র ৪ উইকেট হারিয়ে ২৮১ রান করে।
বিশাল রান তাড়া করতে নেমে শক্তিশালী অজি ব্যাটিং স্কোয়াড বড় একটা খারাপ খেলছিলনা। রান তাড়া করে ভালই এগোচ্ছিল তারা। যদিও অ্যালেক্সের ৯০ রান ও ভিলানির ৭৫ রানের দুরন্ত ইনিংসেও শেষ রক্ষা হয়নি। ভারতের কাছে ৩৬ রানে হেরে যায় অস্ট্রেলিয়া। অজিদের হারিয়ে ফাইনালে উঠে যাওয়া ভারতের সামনে প্রতিপক্ষ ইংল্যান্ড। এই একটি ম্যাচ জিততে পারলেই বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব হাতের মুঠোয় আসবে ভারতীয় মহিলা ক্রিকেট দলের।