
পাকিস্তানকে ২১ রানে হারিয়ে টি ২০ বিশ্বকাপে ভারতকে কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিল অস্ট্রেলিয়া। রবিবার ভারত অস্ট্রেলিয়া ম্যাচে যে দল জিতবে তারাই সেমিফাইনালে চলে যাবে। অন্যরা এবারের মত বিদায় নেবে প্রতিযোগিতা থেকে। এখন ডু অর ডাই ম্যাচে ধোনির ভারতের দিকে চেয়ে গোটা দেশ। এদিন মোহালিতে প্রথমে ব্যাট করে পাহাড় প্রমাণ রানের ইনিংস গড়ে অজি বাহিনী। ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে অজিরা তোলে ১৯৩ রান। রান তাড়া করতে নেমে মালিক ও লতিফের দুরন্ত ইনিংস পাকিস্তানকে লড়াইয়ে রাখলেও জেতার জায়গা তৈরি করার জন্য অন্য কোনও সতীর্থ ব্যাটসম্যানের কাছ থেকে যোগ্য সঙ্গত পাননি তাঁরা। ২০ ওভারের শেষে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান পর্যন্ত পৌঁছতে সমর্থ হয় পাকিস্তান। এদিনের হারের সঙ্গে সঙ্গেই পাকিস্তানের সেমিফাইনালে পৌঁছনোর সব আসা শেষ হয়ে গেল।