
টি ২০ বিশ্বকাপের ডু অর ডাই ম্যাচে আজ সন্ধ্যায় মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। জিতলে সেমিফাইনালের টিকিট, আর হারলে এবারের মত দৌড় শেষ। এই অবস্থায় মোহালি তো বটেই সূর্য ডোবার সঙ্গে সঙ্গে গোটা ভারত বসে পড়তে চলেছে টিভির সামনে। সঙ্গে চলবে প্রার্থনা, হোম, যজ্ঞ, আর দলের জন্য গলা ফাটানো। বিশেষজ্ঞরা কিন্তু এগিয়ে রাখছেন টিম ইন্ডিয়াকেই। তাঁদের মতে, ভারতীয় দল অজিদের তুলনায় অনেকটাই ব্যাল্যান্সড। অন্যদিকে সঠিক দল কেমন হওয়া উচিত তা নিয়েই এখনও নড়বড় করছে অজি বাহিনী। অন্যদিকে মোহালির উইকেট বড় রানের ইনিংস গড়ার উইকেট। ফলে ভারতের দুরন্ত ব্যাটিং লাইনআপ এবং অজিদের বোলিং সমস্যা ধোনিকে খাতায় কলমে এগিয়ে রাখবে। গোটা মাঠ ভারতের হয়ে গলা ফাটাবে। এটাও একটা বড় সুবিধা বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। তবে খাতায় কলমে যাই হোক, দিনটা কার তা বোঝা যাবে সন্ধের মোহালিতেই।