
টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতীয় দলে দেখতে পাওয়া যাবে না যুবরাজ সিংকে। তাঁর জায়গায় দলে এসেছেন মণীশ পাণ্ডে। যুবরাজের ফিটনেস নিয়ে প্রশ্ন ছিলই। তাঁর গোড়ালিতে চোট ছিল। চোটের জন্য এমআরআই, স্ক্যানও হয়েছিল। চিকিৎসকরা তাঁকে দু’সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। চোট সারতে কমপক্ষে দু’সপ্তাহ সময় লাগবে। ফলে টি-২০ বিশ্বকাপে আর দেখতে পাওয়া যাবে না তাঁকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেমিফাইনালের লড়াইয়ে নামার আগে যুবরাজ বাদ যাওয়া ভারতীয় দলের জন্য বড় ধাক্কা বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।