পাক ক্রিকেট দলের ভারতে খেলতে আসা ঘিরে জট কেটেও কাটছে না। পাক ক্রিকেট বোর্ড সবুজ সংকেত দিলেও পাক সরকার এ ব্যাপারে এখনও নিজেদের অবস্থানে অনড়। ভারতের তরফে সুরক্ষা নিয়ে লিখিত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তারা দল পাঠাবে না বলেই জানিয়েছে পাক স্বরাষ্ট্রমন্ত্রক। যদিও এভাবে লিখিত কোনও প্রতিশ্রুতি সরকারি তরফে দেওয়া সম্ভব নয় বলেই এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতীয় বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। এই অবস্থায় জটিলতা কেটেও কাটছে না। যদিও শুক্রবারই পাক দলের কলকাতায় পা রাখার কথা।
এদিকে আগামী ১৯ মার্চ ইডেনে ভারত-পাক ম্যাচ নিয়ে সুরক্ষা বন্দোবস্ত ঢেলে সাজাতে চাইছে সিএবি। এ নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে তারা। মুখ্যমন্ত্রীর তরফেও প্রয়োজনীয় সুরক্ষা বন্দোবস্তের আশ্বাস মিলেছে বলে খবর। এদিকে এদিন সকালেই টি-২০ বিশ্বকাপে অংশ নিতে শহরে পা রেখেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।