কোন দেশে একটাও মশা নেই, নামটা খুব চেনা
মশা নিয়ে বিশ্বের মানুষের অস্বস্তির শেষ নেই। সব দেশেই তাদের দাপট রয়েছে। কেবল একটিমাত্র দেশ আছে যেখানে মশা থাকেনা। নামটা খুব চেনা।
প্রবল গরমে মশার দাপট কিছুটা কম থাকে। তবে বর্ষা এলেই মশার গান বাড়ে। ঘরে ঘরে মশার জ্বালায় তিষ্ঠতে পারা যায়না। মশার কামড় তো আছেই, তার সঙ্গে নানা ধরনের রোগও তাড়া করে বেড়াবে মশার হাত ধরে। ফলে মশা মানুষের জন্য কেবল ক্ষতিই ডেকে আনে।
অনেকেই মনে করেন এমন যদি হত যে কোথাও একটাও মশা থাকবেনা, তাহলে কি ভালই না হত! কিন্তু মশাহীন বিশ্ব তো কল্পনা মাত্র। বাস্তবে তারা গান শুনিয়ে কামড় দিয়ে বেড়াবেই।
কিন্তু এই বিশ্বেই একটি দেশ আছে যেখানে একটিও মশা নেই। অনেক খুঁজলেও এখানে মশা পাওয়া যায়না। আর তার বিশেষ কারণও আছে।
বিশ্বের এই মশাহীন দেশটিতে জলার সংখ্যা খুবই কম। প্রায় নেই বললেই চলে। মশারা জমা জলে বংশবৃদ্ধি করতে চায়। কিন্তু এখানে ঠান্ডা থাকায় এবং জমা জল থাকার উপায় তেমন না থাকায় সে সুযোগ তারা পায়না।
আরও একটি কারণ কাজ করে এখানে। এই দেশে একটি মহাসাগরীয় আবহাওয়া রয়েছে। আর এটি এমন ধরনের আবহাওয়া যে আবহাওয়ায় মশারা বংশবৃদ্ধি করতে পারেনা।
এসব শর্তের হাত ধরে আইসল্যান্ডে একটিও মশার দেখা মেলেনা। আইসল্যান্ডই হল বিশ্বের একমাত্র দেশ যেখানে একটিও মশা দেখতে পাওয়া যায়না। বিশ্বের অন্য সব দেশেই কমবেশি মশাদের দেখা মেলে।