দাড়ি সাজলো ৭০০-র ওপর রঙিন গয়নায়, ওজন ২ কেজিরও বেশি
দাড়ির ক্ষমতা দেখিয়ে দেওয়ার পাশাপাশি এক অন্য শৌখিনতার ছাপ রাখলেন এক ব্যক্তি। দাড়ি সাজালেন ৭০০-র ওপর গয়না দিয়ে। তাও আবার রংবেরংয়ের।
তিনিই পারেন। গিনেস বিশ্ব রেকর্ডের শিরোপা যাঁরা দেন তাঁরাও মেনে নিয়েছেন সেকথা। ফলে নামও ঝলমল করছে গিনেস বুকে। সৌজন্যে তাঁর একমুখ দাড়ি।
তবে এমন দাড়ি তো অনেকেরই থাকে। সেখানে বিশেষত্ব নেই। বিশেষত্ব হল সেই দাড়িকে সাজিয়ে তোলায়। ওই ব্যক্তি নিজের দাড়িকে এবার সাজিয়ে তুললেন ৭১০টি গয়নায়। যেগুলি নানা রংয়ের।
বড়দিনে যেমন গয়না দিয়ে সাজানো হয় তেমন দেখতে। তাঁর দাড়ি সব গয়নায় সেজে ওঠার পর দেখে মনে হয়েছে ঠিক যেন মুখে তৈরি হয়েছে একটি ক্রিসমাস গাছ।
দাড়িকে গয়নায় সাজিয়ে তোলার শখ তাঁর তৈরি হয় ২০১৯ সালে। সে সময় অবশ্য খুব সামান্যই গয়না লাগাতে পেরেছিলেন। ক্রমে এই কৌশল রপ্ত করতে থাকেন তিনি।
কৌশল রপ্ত করে এখন তিনি ৭১০টি গয়নায় সাজিয়ে ফেললেন নিজের সাদা, সোনালি দাড়ির গোছা। দাড়িকে এভাবে গয়নায় সাজিয়ে তুলতে তাঁর আড়াই ঘণ্টার ওপর সময় লেগেছে। তারপর তা আবার খুলে রাখতে প্রায় ১ ঘণ্টা।
শুধু ধৈর্য ধরে পরা বা খোলাই নয়, এই সময় যন্ত্রণাও সহ্য করতে হয়েছে তাঁকে। মার্কিন যুক্তরাষ্ট্রের কুনার বাসিন্দা জোয়েল স্ট্রেসার জানিয়েছেন দাড়ি থেকে গয়না খোলার সময় তাঁর অনেক দাড়ি উপড়েও আসে। তখন খুব কষ্ট হয়।
তবে জোয়েলের এই দাড়ির সাজ সোশ্যাল মিডিয়ায় বিশ্বজুড়েই ছড়িয়ে পড়েছে। বড়দিনের আগে তা আরও যেন প্রাসঙ্গিক হয়ে উঠেছে।