শেভিং ক্রিম আর টেবিল টেনিস বল এনে দিল বিরল সম্মান
দাড়ি কামানোর জন্য যে শেভিং ক্রিম ব্যবহার হয় সেটা এবং তার সঙ্গে অনেকগুলি টেবিল টেনিস বল। এই দুয়ের যুগলবন্দি এক ব্যক্তিকে এনে দিল সেরার মুকুট।
শুনতে কেমন যেন বেমানান মনে হতেই পারে। কোথায় দাড়ি কামানোর শেভিং ক্রিম। আর কোথায় টেবিল টেনিস বল। তাদের মধ্যে কি সংযোগ থাকতে পারে? তারা আবার একজন ব্যক্তিকে একসঙ্গে হয়ে বিরল সম্মান এনে দিচ্ছে।
কেমন যেন সবকিছু তালগোল পাকানো মনে হচ্ছে তাই না? কিন্তু এদের মধ্যে একটা সংযোগ রয়েছে। আর সেটাকে কাজে লাগিয়েই সেরা হলেন ওই ব্যক্তি।
তিনি প্রথমে শেভিং ক্রিম হিসাবে হাতে তুলে নেন শেভিং ফোম। তারপর সেটা ভাল করে ঢেলে দেন তাঁর মাথায়। সাদা ক্রিমের মত ফোম ফুলে ফেঁপে ওঠে মাথায়। দেখে মনে হয় যেন একটা সাদা মুকুট তৈরি হয়েছে।
মাথার অনেকটা উপর পর্যন্ত উঠে যায় ফোমের মুকুট। এবার পাশে রাখা টেবিল টেনিস বল নিয়ে সামনের দেওয়ালে ছুঁড়ে দিতে থাকেন। যা দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসার সময় তাঁর মাথার ফোমে আটকে যেতে থাকে।
তিনি নিজেই নিজের মাথায় এই বলগুলি আটকে নেওয়ার চেষ্টা চালিয়ে যান। এটাই ছিল রেকর্ড গড়ার খেলা। যাতে তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে ১৪টি বল ওই ক্রিমে আটকে রেকর্ড গড়ে ফেলেন।
বিশ্বরেকর্ড তৈরি করেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেভিড রাশ-এর এই রেকর্ড ইন্টারনেটেও ছড়িয়ে পড়েছে। তিনি অবশ্য আরও অনেক রেকর্ড নিজের ঝুলিতে ইতিমধ্যেই পুরেছেন। এটাই তাঁর শখ বলা যেতে পারে।