দেশের সব অভয়ারণ্যে গিয়ে বল লুফলেন তিনি, কেন করলেন একাজ
দেশের যতগুলি জাতীয় উদ্যান রয়েছে সেখানে গিয়ে বল লুফে দেখালেন তিনি। জঙ্গলে গিয়ে বল লোফার কারণও রয়েছে। জানা গেল সে কারণ।

তিনি একটি করে জাতীয় উদ্যানে যান সঙ্গে যায় তাঁর পরিবারও। সেখানে পৌঁছে তিনি বল লোফেন। একটু পরিস্কার করে বললে বলের খেলায় মেতে ওঠেন। জাগলিং করেন তিনি। এটা তাঁর একটা শখ বলা যেতে পারে।
জাগলিং করতে অনেকেই ভালবাসেন। সেই তালিকায় তিনিও একজন। কিন্তু জঙ্গলে কেন? তিনি দেশের ৬৩টি জাতীয় উদ্যানের সবকটি ঘুরেছেন। প্রতিটি জঙ্গলে গিয়ে তিনি কোথাও না কোথাও জাগলিংও করেছেন।
সেই ছবিও ক্যামেরাবন্দি করেছেন প্রমাণ হিসাবে। এমন করে একটি একটি জঙ্গলে ঘুরে সবকটি জঙ্গল শেষ করতে তাঁর সময় লেগেছে ৫ বছর। আমেরিকায় থাকা ৬৩টি জাতীয় উদ্যানের সবকটিতে গিয়ে সেখানে বল দিয়ে জাগলিং করে তিনি রেকর্ড স্থাপন করেছেন।
এটাই তাঁর লক্ষ্য ছিল। তিনি একটি করে জঙ্গলে হাজির হবেন। সেখানে জাগলিং করবেন। আইডাহোর বাসিন্দা ওই ব্যক্তি একটি রেকর্ড গড়ার জন্যই ৫ বছরের চেষ্টায় দেশের সবকটি জাতীয় উদ্যানে পৌঁছে সেখানে জাগলিং করেছেন।
এখন দেখার তাঁর এই প্রচেষ্টা তাঁকে একটি বিশ্বরেকর্ড উপহার দিতে পারে কিনা। অবশ্যই এটি রেকর্ড কিনা তা খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
এর আগে এমন কেউ কখনও কিছু করেছেন কিনা এবং তার খতিয়ান আছে কিনা তাও খুঁটিয়ে পরীক্ষা করা হবে। তবে ডেভিড রাশ নামে ওই ব্যক্তির চেষ্টার তারিফ করছেন অনেকেই।