World

জলে ডুব দিতেই পেয়ে গেলেন ২০০টি দামি ঘড়ি, সাদা সোনার আংটি

জলের বেশ কিছুটা নিচে ডুব দিয়ে নামেন তিনি। আর তাতেই তাঁর হাতে আসে ২০০টি দামি ঘড়ি। আরও অনেক হারানো রতনই পেয়ে গেছেন তিনি।

২-৩ জন তাঁকে এসে জানান তাঁদের ঘড়ি হারিয়ে গেছে জলে স্নান করতে নেমে। যদি তিনি তা জলের তলা থেকে খুঁজে দিতে পারেন তাহলে উপকার হয়। তিনি নিজে একজন দক্ষ স্কুবা ডাইভার। সুদক্ষ ডুবুরি। তিনি জলের তলায় ডুব দেন। বিশাল হ্রদ। তার অনেক জায়গায় গভীরতা অনেকটাই।

ফলে তলদেশ পেতে অনেকটাই জলের নিচে চলে যেতে হয় তাঁকে। তাতে লাভও হয়। তিনি সেখানে নানা জিনিস পড়ে থাকতে দেখেন। সেসব কুড়িয়ে আনেন। এমনভাবে তিনি মাঝে মাঝেই স্কুবা ডাইভ করে জলের তলায় গিয়ে খুঁজে দেখেন কিছু সেখানে পড়ে আছে কিনা।


তা করতে গিয়ে শুধু ২০০টির ওপর অ্যাপল সংস্থার দামি ঘড়ি তিনি খুঁজে পেয়েছেন জলের তলা থেকে। যা তিনি জলের তলার মাটি থেকে কুড়িয়ে নিয়ে এসে রেখেছেন নিজের কাছে।

পেয়েছেন আরও অনেক কিছু। যার মধ্যে রয়েছে সাদা সোনার আংটি, অলংকার, স্মার্টফোন, ক্যামেরা, চশমা এবং এমন আরও কত কি!


আমেরিকার ইলিনয়-এর বাসিন্দা ডেরিক ল্যানগোস ইন্ডিয়ানার চেন ও’ হ্রদের তলা থেকে এসব খুঁজে পান। এখন তো তিনি এমন সব জিনিস কুড়িয়ে আনাটা কাজের পর্যায়ে ফেলে দিয়েছেন।

তিনি এসব তুলে আনেন ঠিকই, তবে তা বিক্রি করে দেন না। রেখে দেন নিজের কাছে। কেউ যদি তাঁর এই হ্রদে হারিয়ে যাওয়া কিছুর কথা জানান তাহলে ডেরিক খুঁজে দেখেন তা তিনি জলের তলদেশ থেকে কুড়িয়ে এনেছেন কিনা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button