পাতাল প্রবেশ করল সাজানো ফুটবল মাঠ
সবুজ গালিচা পাতা নিখুঁত করে সাজানো একটি ফুটবল মাঠ দেখে সকলেরই ভাল লাগে। সেই মাঠই আবার যদি চোখের সামনে পাতাল প্রবেশ করে?
মাঠটি ছিল অনেকদিনই। তবে ২০১৮ সালে তাকে ঢেলে সাজানো হয়। তারপর থেকে এ মাঠে অনেক খেলা হয়েছে। ঘাসের বদলে পুরো মাঠ সবুজ কৃত্রিম টার্ফ দিয়ে মুড়ে ফেলা হয়েছিল। সেই সকলের পছন্দের মাঠ আচমকাই ঢুকে গেল মাটিতে। পাতাল প্রবেশ করল।
মাঠের প্রায় মাঝ বরাবর ১০০ ফুট এলাকা জুড়ে মাঠে এখন দানবের মত এক গর্ত। যা উপর থেকে দেখলে মনে হচ্ছে যেন মাঠটা এক বিশাল হাঁ করে আছে।
গর্তের গভীরতাও নেহাত কম নয়। ৩০ ফুট গভীর গর্ত তৈরি হয়েছে মাঠে। গর্তের মধ্যেই কৃত্রিম সবুজ টার্ফ ছিঁড়ে ঝুলছে। বলাই বাহুল্য যে এ মাঠে এখন অনির্দিষ্টকালের জন্য খেলা বন্ধ হয়ে গেল।
কেন এমনভাবে ফাঁক হল মাঠের একটা বিশাল অংশ? ভাগ্যক্রমে সে সময় মাঠে কেউ ছিলেননা। কোনও খেলা হচ্ছিল না। হলে কিন্তু হতাহতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। বড় বিপদ হতে পারত।
জানা যাচ্ছে ওই মাঠের তলায় প্রায় দেড়শো ফুট গভীরে রয়েছে একটি খনি। সেই খনির কারণেই এই আচমকা ধস নেমে মাঠের পাতাল প্রবেশের ঘটনা ঘটেছে।
এখন বিশেষজ্ঞেরা মাঠ পরীক্ষা করে দেখবেন। দেখা হবে এ মাঠে খেলার পরিস্থিতি আদৌ আছে কিনা। তবেই আগামী দিনে এ মাঠে খেলা হবে, অনুশীলন হবে। মাঠের পাতাল প্রবেশের ঘটনাটি ঘটেছে আমেরিকার ইলিনয় পার্কে।