Feature

সর্ববৃহৎ মহিলাদের বাজার রয়েছে এদেশেই, বিবাহিতা হলে তবেই সুযোগ

বাজারে মহিলাদের বিক্রেতা হিসাবে দেখা গেলেও তার সংখ্যা নগণ্যই হয়। বাজারে বিক্রেতা বিষয়টি এখনও বিশ্বজুড়েই পুরুষ প্রাধান্য নির্ভর। কেবল এই বাজার ছাড়া।

বিশ্বজুড়ে বাজার বললে সেখানে সাধারণত পুরুষ বিক্রেতাদেরই দেখতে পাওয়া যায়। মহিলা বিক্রেতা যে একেবারেই থাকেন না এমনটা নয়। তবে পুরুষ বিক্রেতাদের সঙ্গে তাঁদের আনুপাতিক হার নেহাতই নগণ্য।

কিন্তু এই পুরুষ প্রধান বাজারে ভারতেই এমন একটি বাজার রয়েছে যা কেবলমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত হয়। মহিলারাই এখানে বিক্রেতা। কোনও পুরুষ বিক্রেতা নেই।


কোনও পুরুষ এখানে স্টল করে বিক্রির চেষ্টা করলে তাঁকে কঠিন শাস্তি মুখে পড়তে হবে। এ রাজ্যের সরকার এই ফরমান জারি করেছে।

ফলে পুরুষদের এখানে প্রবেশ নিষেধ। অন্তত বিক্রেতা হিসাবে। বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় কেবলমাত্র মহিলা বিক্রেতাদের বাজার এটিই।


মণিপুরের রাজধানী ইম্ফলে অবস্থিত এই বাজারটির নাম আইমা কেইথেল। স্থানীয় ভাষায় আইমা কেইথেল বলা হয়। যার অর্থ মায়েদের বাজার।

এই বাজারে বিক্রেতারা সকলেই মহিলা। অবিবাহিতা হলে এখানে বিক্রির সুযোগ মেলেনা। কেবল বিবাহিতা মহিলারাই এই বাজারে স্টল দিয়ে বিক্রির সুযোগ পান।

আনাজ থেকে মাছ, খেলনা থেকে জামাকাপড়, বাসনপত্র থেকে নানা ধরনের মশলা এবং আরও নানা জিনিস এখানে বিক্রি হয়। পৃথিবীতে এত বড় কেবলমাত্র মহিলাদের বাজার আর নেই।

তাই এই বাজার কেবল বাজার নেই, সারা বিশ্বের পর্যটকদের এক অন্যতম আকর্ষণও বটে। মনে করা হয় ৫০০ বছর পুরনো মণিপুরের এই আইমা বাজার।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button