World

ভারত প্রমাণ ছাড়া কথা বলছে, প্রমাণ দিক ব্যবস্থা নেব, বললেন ইমরান খান

ভারত প্রমাণ ছাড়াই পুলওয়ামায় জঙ্গি হানার জন্য পাকিস্তানকে দায়ী করে চলেছে। ভারতের কাছে যদি প্রমাণ থাকে তাহলে তা দিক। ভাতর যদি প্রমাণ দিতে পারে তাঁর সরকার ব্যবস্থা নেবে। পাকিস্তানে জাতির উদ্দেশ্যে ভাষণে এমনই দাবি করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর দাবি, এটা নতুন পাকিস্তান। এই পাকিস্তান চাইছে স্থিতিশীলতা। তাহলে কেন তারা এমন কাণ্ড ঘটাবে? যদিও মুম্বই হামলা থেকে পাঠানকোট হামলা, সব সময়েই পাকিস্তানের হাতে প্রমাণ তুলে দিয়েছে ভারত। কিন্তু ইতিহাস বলছে ব্যবস্থা নেয়নি পাকিস্তান।

পুলওয়ামা হামলার পর এমন দাবি ভারত জুড়ে উঠেছে যে পাকিস্তানকে জবাব দেওয়ার সময় এসেছে। পাকিস্তান আক্রমণ করা হোক। এর প্রত্যুত্তরে এদিন পাক প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারত পাকিস্তান আক্রমণ করার কথা ভাবলে তাঁরাও হাত গুটিয়ে বসে থাকবেন না। ভারত আক্রমণ করলে পাকিস্তান সমুচিত জবাব দেবে। তাঁর দাবি, যুদ্ধ শুরু মানুষের হাতে হয়, কিন্তু তা কোথায় গিয়ে শেষ হবে তা একমাত্র ভগবান জানেন। ইমরান খানের এমনও দাবি, পাকিস্তানকে আক্রমণের কথা ভোটের মুখে বলা আসলে রাজনৈতিক ফায়দা তোলার রাস্তা।


Imran Khan
ফাইল : ইমরান খান, ছবি – আইএএনএস

ইমরান খান এদিন নানাভাবে এটাই প্রমাণের চেষ্টা করেন যে পুলওয়ামার ঘটনায় পাকিস্তানের কোনও হাত নেই। আর ভারত তাদের সম্বন্ধে অযথা প্রমাণ ছাড়াই অভিযোগ আনছে। যার উত্তর দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। জইশের প্রধান মাসুদ আজহার পাকিস্তানে রয়েছে। তাকে গ্রেফতার করে দেখান ইমরান খান।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button