নাটকীয়ভাবে গ্রেফতার ইমরান খান, ১৪৪ ধারা জারি
প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক ইমরান খানকে গ্রেফতার করাকে কেন্দ্র করে আদালত চত্বরে নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হল।
ইমরান খানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে আগেই সরতে হয়েছে। ক্রমে তাঁর গ্রেফতারির সম্ভাবনাও উজ্জ্বল হচ্ছিল। এবার সেই দিনটা এসে গেল। আদালত চত্বরে প্রবেশ করার সময় ইমরান খানকে গ্রেফতার করল পার্লামেন্টারি ফোর্স।
ইমরান খানকে গ্রেফতার করতে প্রচুর বাহিনী মোতায়েন করা হয়েছিল। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-এর নেতারা দাবি করেছেন ইমরান খানকে গ্রেফতার করতে আদালত চত্বরে ঢুকে পড়ে পুলিশ। কাচ ভেঙে ফেলে তারা। পরে ইমরান খানকে টেনে হিঁচড়ে বাইরে বার করে আনা হয়।
এদিন ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে অনেকগুলি মামলা চলছে। তারই একটির শুনানিতে যোগ দিতে ৭০ বছরের ইমরান খান হাজির হয়েছিলেন আদালতে। তখনই তাঁকে গ্রেফতার করা হয়। কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেফতার করল পাকিস্তানের পার্লামেন্টারি ফোর্স।
ইমরান খান গ্রেফতার হতেই তাঁর দলের অন্য নেতারা দলীয় কর্মীদের রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হওয়ার ডাক দেন। ফলে প্রশাসনের তরফে ১৪৪ ধারা জারি করা হয়।
পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী রাণা সানাউল্লাহ একটি বিবৃতিতে জানিয়েছেন, ইমরান খানকে জাতীয় কোষাগারের ক্ষতির জন্য গ্রেফতার করা হয়েছে। তাঁকে গ্রেফতার করার জন্য ইমরানের ওপর কোনও বল প্রয়োগ হয়নি বলেও দাবি করেন মন্ত্রী।
ইমরান খানের গ্রেফতারির পর ইসলামাবাদ সহ পাকিস্তানের বেশ কিছু শহর নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চাইছে পাক প্রশাসন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা