অসংযত ভাষা প্রয়োগের জন্য পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও বর্তমানে তেহরিক-ই-ইনসাফ এর প্রধান ইমরান খানকে সতর্ক করল পাক ইলেকশন কমিশন। সেই সঙ্গে তাঁকে বিরোধীদের বিরুদ্ধে সংযত ভাষা ব্যবহার করতে বলা হয়েছে। সম্প্রতি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সমর্থকদের ‘গাধা’ বলে অভিহিত করেন ইমরান। এর পরই রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় পাকিস্তানে।
গত ১২ জুলাই নওয়াজ শরিফ ও তাঁর মেয়ে মরিয়ম দেশে ফিরে পাক প্রশাসনের কাছে আত্মসমর্পণ করেন। ইমরান মন্তব্য করেন, যাঁরা সেদিন প্রাক্তন প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন তাঁরা ‘গাধা’। এরপরই পাকিস্তান জুড়ে সমালোচনার ঝড় ওঠে। পাক নির্বাচন কমিশন ইমরান খানকে নির্দেশ দেয় নির্বাচনী প্রচার চলাকালীন বিরোধীদের প্রতি সংযত ভাষা ব্যবহার করার। কমিশনের কাছে হাজির হওয়ারও নির্দেশ দেওয়া হয় ইমরান খানকে। যদিও ইমরান যাননি। তাঁর তরফে দলের অন্য এক নেতা বাবর আওয়ান ও এক আইনজীবী কমিশনে যান। কমিশনের তরফে আওয়ানকে বলা হয়, নেতারা এই ধরনের শব্দ প্রয়োগ করলে বাইরের দেশগুলির কাছে পাকিস্তান সম্পর্কে একটি বিরূপ ধারণা তৈরি হবে।