‘ইয়াদোঁ কি বারাত’ থেকে ‘বান্টি অউর বাবলি’। এমন বলিউডের হিট সিনেমায় তাঁর উজ্জ্বল উপস্থিতি সকলের জানা। তিনি ইমতিয়াজ খান। ইমতিয়াজ খানের আরও একটি পরিচয় তিনি বলিউডের সর্বকালের অন্যতম সেরা ভিলেন চরিত্রাভিনেতা আমজাদ খানের ভাই। বলিউডের পরিচিত মুখ ইমতিয়াজ খান চলে গেলেন। ৭৭ বছর বয়সে মৃত্যু হল তাঁর।
মুম্বইতে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন খান পরিবারের বন্ধু হিসাবে পরিচিত অঞ্জু মহেন্দ্রু। এছাড়াও বলিউডের অন্য তারকারা তাঁর মৃত্যুতে শোক ব্যক্ত করেন। ইমতিয়াজ খান এক সময়ের টিভি তারকা ক্রুতিকা দেশাইকে বিয়ে করেন। তাঁদের একটি মেয়ে রয়েছে। ইমতিয়াজ খান ১৯৮২ সালে একটি সিনেমাও পরিচালনা করেন।
ইমতিয়াজ খানের অভিনয় করা সিনেমার মধ্যে রয়েছে ‘ইয়াদোঁ কি বারাত’, ‘ধর্মাত্মা’, ‘দয়াবান’, ‘জখমি’। তিনি যে সিনেমাটি পরিচালনা করেন সেই ‘পেয়ারা দোস্ত’ সিনেমায় অভিনয় করেন তাঁর দাদা আমজাদ খান, নাসিরুদ্দিন শাহ, রঞ্জিতা-র মত অভিনেতা অভিনেত্রীরা। টিভি সিরিয়াল ‘নূর জাহান’-এও ইমতিয়াজ খানকে দেখা গিয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা