Entertainment

একটি সিনেমায় ছিল ৭২টি গান, আজও এই সিনেমার আলাদাই সম্মান

এ দেশের সিনেমায় গানের একটা নিজস্ব জায়গা আছে। তা বলে একটি সিনেমায় ৭২টি গান? আজও দেশিয় এই সিনেমা বিশ্বরেকর্ড গড়ে বসে আছে।

ভারতীয় সিনেমায় গান একটা বড় ভূমিকা নেয়। গান ছাড়া সিনেমা এখনও ভারতীয় দর্শকদের কাছে চিনি ছাড়া সরবতের মত। সিনেমার স্বাদ নির্ভর করে তার গানের জনপ্রিয়তার ওপর।

যদিও সেই ধারনার কিছুটা পরিবর্তন হয়েছে। তবু ভারতীয় সিনেমায় গান বিশ্ব চলচ্চিত্র মহলের এক অন্যতম আলোচ্য হয়ে থেকে গেছে। ভারতেরই একটি সিনেমা এখনও বিশ্ব সিনেমায় সর্বাধিক গানের রেকর্ড গড়ে বসে আছে। সে সিনেমায় গানের সংখ্যা ছিল ৭২টি।


একটি উর্দু নাটক অবলম্বনে ১৯৩২ সালে তৈরি হয় একটি সিনেমা ‘ইন্দ্রসভা’। দেবরাজ ইন্দ্রের সভাগৃহকে সামনে রেখেই এই সিনেমা। আর এটা তো প্রায় সকলের জানা যে দেবরাজ ইন্দ্রের দরবারে নাচগান বিশেষ কদর পায়।

Indar Sabha
ইন্দ্রসভা সিনেমার পোস্টার, ছবি – সৌজন্যে – আইএমডিবি

এই সিনেমায় তাই ইন্দ্রের সভা ৭২টি গান ও তার সঙ্গে সঙ্গত দিয়ে নাচের মাধ্যমে দৃশ্যায়িত হয়। যার মধ্যে ছিল ৩১টি গজল, ৯টি ঠুমরী, ৪টি হোলি, ১৫টি গান, ২টি চৌবোলা এবং ১১টি ছান্দ।


একটি সিনেমায় ৭২টা গান হয়তো আজকের ভারতীয় সিনেমা ভাবতেও পারেনা। বিশ্ব সিনেমার কথা তো বাদই দেওয়া যায়। এমনকি ১৯৩২ সালের পরও কোনও সিনেমায় ৭২টি গান পরিবেশিত হয়নি।

ইন্দ্রসভা তাই ভারতীয় সিনেমার এক অমূল্য রত্ন। যা আজও ভারতীয় সিনেমায় গানের চর্চা হলে প্রথমেই সামনে এসে পড়ে। ১৯৩২ সালের একটি সিনেমা নিয়ে আজও চর্চায় মাতেন সিনেমা বিশেষজ্ঞেরা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button