Feature

ভারত ছাড়া আরও ৫টি দেশ ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস পালন করে

ভারতে ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস। সেই বিশেষ দিনে আরও ৫টি দেশ স্বাধীনতা দিবস পালন করে। তারাও ওই একই দিনে স্বাধীনতা লাভ করে।

১৫ অগাস্ট ভারতীয়দের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ দিন। ১৯৪৭ সালের ওইদিনেই ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়েছিল ভারত। দিনটি ভারতে অত্যন্ত উৎসাহের সঙ্গে পালন করা হয়।

তবে শুধু ভারত নয়, ১৫ অগাস্ট দিনটা পৃথিবীর আরও ৫টি দেশ একইরকম আনন্দ উদ্দীপনায় স্বাধীনতা দিবস হিসাবে পালন করে। ১৯৪৫ সালে জাপানের হাত থেকে মুক্তি পেয়েছিল কোরিয়া। এরপর ২ কোরিয়া ভেঙে যায়।


তৈরি হয় উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। এখন এই ২ কোরিয়াই ১৫ অগাস্ট দিনটিকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করে। ২ প্রান্তেই ন্যাশনাল লিবারেশন ডে পালিত হয় পূর্ণ মর্যাদায়।

১৫ অগাস্ট দিনটিতে মুক্তির স্বাদ অনুভব করেছিল আফ্রিকার ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো। আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশটি ছিল ফরাসি উপনিবেশ।


ফরাসিদের নিয়ন্ত্রণে থাকা কঙ্গো ১৯৬০ সালের ১৫ অগাস্ট ফরাসি নিয়ন্ত্রণ থেকে মুক্তি পায়। পায় স্বাধীন দেশের মর্যাদা। তাই কঙ্গোতেও ১৫ অগাস্ট দিনটি সেখানকার স্বাধীনতা দিবস। সেখানেও স্বাধীনতা দিবসের আনন্দ উপভোগ করেন দেশবাসী।

পৃথিবীর অন্যতম ক্ষুদ্র দেশ লিশটেনস্টাইন। ইউরোপের এই দেশটি ১৫ অগাস্ট তাদের স্বাধীনতা দিবস পালন করে। দ্বীপরাষ্ট্র বাহরাইন হল আরও একটি দেশ যেখানে ১৫ অগাস্ট দিনটি স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয়। ১৯৭১ সালে ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি পেয়ে স্বাধীন দেশের মর্যাদা পায় বাহরাইন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button