বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। এই অকালেই চলে গেলেন রূপোলী পর্দার পরিচিত মুখ ইন্দর কুমার। বলিউডে যিনি একাধিকবার সলমন খানের মত সুপারস্টারের সঙ্গে একসঙ্গে পর্দায় অভিনয় করেছেন। আন্ধেরির বাড়িতে বৃহস্পতিবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরিবারের তরফে জানানো হয়েছে, রাত ২টোর সময় হার্ট অ্যাটাক হয়। তারপরই মৃত্যু হয় তাঁর। প্রায় ২০ বছরের অভিনয় জীবনে ২০টির মত সিনেমায় কাজ করেছেন ইন্দর কুমার।
১৯৯৬ সালে ‘মাসুম’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন। তারপর একে একে খিলাড়িও কা খিলাড়ি, তিরচি টোপি ওয়ালে, কঁহি পেয়ার না হো জায়ে, পেয়িং গেস্ট, ওয়ান্টেড, তুমকো না ভুল পায়েঙ্গে সহ একাধিক সিনেমায় তাঁর অভিনয় তাঁকে বলিউড তারকা হিসাবে পরিচিত করে তোলে। ২০১১ সালে ইয়ে দুরিয়াঁ সিনেমায় তাঁকে শেষবার দেখা গিয়েছিল। এখন আবার একটি ছবিতে অভিনয় করছিলেন তিনি। শ্যুটিং চলছিল। তারমধ্যেই অকালে চলে গেলেন বলিউডের এই তারকা। সিনেমার পাশাপাশি টিভি সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি। কিউকি সাস ভি কভি বহু থি-র মত জনপ্রিয় টিভি সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে।