গুয়াহাটির বারসাপারা স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে টি-২০-তে দুরন্ত জয়ের পর গোটা অজি টিমটাই তখন ফুরফুরে মেজাজে। খেলা শেষে স্টেডিয়াম থেকে হোটেলে ফিরছিলেন তাঁরা। অজি খেলোয়াড় অ্যারন ফিঞ্চ ট্যুইটে ছবি পাঠিয়ে দাবি করেন, হোটেলে ফেরার পথে রাস্তায় তাঁদের টিম বাসে কে বা কারা পাথর ছোঁড়ে। যা অবশ্যই তাঁদের জন্য আতঙ্কের। সেইসঙ্গে ছবিও দিয়েছেন ফিঞ্চ। যাতে দেখা যাচ্ছে বাসের কাচের জানালা ভাঙা। পরে ফিঞ্চের এই ট্যুইট রিট্যুইট করেন অজি অধিনায়ক ডেভিড ওয়ার্নার। পোস্টটি লাইক করেন ম্যাক্সওয়েল।
এদিকে অজি খেলোয়াড়দের তরফে পাথর ছোঁড়ার গুরুতর অভিযোগ সামনে আনা হলেও বিষয়টি নিয়ে এখনও ভারত বা অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাইটে এ বিষয়ে লেখা হয়েছে। যেখানে সকলকে নিশ্চিন্ত করে জানানো হয়েছে, কোনও খেলোয়াড় এই ঘটনায় আহত হননি। কারণ ওই জানালার পাশে কেউ তখন বসে ছিলেন না। কিন্তু যে পাথরটি ছোঁড়া হয়েছে তা একটি ক্রিকেট বল সাইজের। প্রসঙ্গত এর আগে বাংলাদেশের চট্টগ্রামেও অজি টিম বাসে পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছিল।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার)