দ্বিতীয় দিনেই ভাগ্য লিখন স্পষ্ট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার। তৃতীয় দিনে এটাও প্রায় পরিস্কার হয়ে গিয়েছিল যে প্রথম টেস্টের মতই দ্বিতীয় টেস্টও পঞ্চম দিনের মুখ দেখবে না। গলের মতই কলোম্বোতেও ভারতের কাছে গোহারান হারল শ্রীলঙ্কা।
এদিন তাদের ইনিংসে হারায় ভারত। ৫৩ রানে জয় পায় বিরাট বাহিনী। ফলোঅন করার পর তৃতীয় দিনের শেষে অবশ্য করুণারত্নে ও মেন্ডিসের কাঁধে ভর করে খেলা পঞ্চম দিন পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার একটা ক্ষীণ আশা তৈরি করেছিল শ্রীলঙ্কা। কিন্তু চতুর্থ দিনে জাদেজার ঘূর্ণিতে কার্যত মুখ থুবড়ে পড়ে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস। ইনিংসে ৫ উইকেট ঝুলিতে পোরেন জাদেজাই। জাদেজার বোলিংয়ের সামনে কার্যত নতি স্বীকার করে নেন চন্ডিমলের ছেলেরা।
ভারতের ৬২২ রানের জবাবে প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তুলেছিল ১৮৩ রান। ফলোঅন করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তুলনামূলক ভাল ফল করে তারা। তোলে ৩৮৬ রান। কিন্তু তাতেও ইনিংস ডিফিট রোখা যায়নি।
প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন রবীন্দ্র জাদেজা। এদিনের জয়ের ফলে ৩ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ২টি টেস্ট জিতে সিরিজ পকেটে পুরলেন বিরাট কোহলিরা। এখন অপেক্ষা হোয়াইটওয়াশ হয় কিনা!