ক্লাব স্তরের ক্রিকেটেও বোধহয় এতটা ছেলেখেলা করে কোনও দল অন্য দলকে হারায় না। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টেস্টটা যেভাবে ভারত জিতল তাতে তেমনই মনে হচ্ছে। ৩ ম্যাচের সিরিজে ৩টেই জিতল ভারত। কোনও টেস্টই পঞ্চম দিনের মুখ দেখল না। তৃতীয় টেস্ট শেষ হল কার্যত আড়াই দিনে। ১৭১ রানে জয় এল শ্রীলঙ্কাকে ইনিংস ডিফিট করিয়ে।
দ্বিতীয় দিনের শেষেই শ্রীলঙ্কার ইনিংসের রক্তপাত শুরু হয়ে গিয়েছিল। এদিন ছিল জয় আসার অপেক্ষা। শ্রীলঙ্কা কতক্ষণ ভারতীয় বোলিং আক্রমণকে ঠেকিয়ে রাখতে পারে তার অগ্নিপরীক্ষা। তাতে খেলার মধ্যভাগে অধিনায়ক চন্ডিমল (৩৬), অ্যাঞ্জেলো ম্যাথিউস (৩৫) ও নিরোশন ডিকওয়েলার (৪১) রানের ইনিংসে সামান্য প্রতিরোধের চেষ্টা ছাড়া এদিন শ্রীলঙ্কার পুরো দলটাই ছিল আয়ারাম গয়ারামের পর্যায়ে। গত রবিবারই ফলোঅন খেয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেট খুইয়েছিল শ্রীলঙ্কা। এদিন ভারতের সামনে চ্যালেঞ্জ ছিল ৯ উইকেট কত দ্রুত তারা তুলে নিতে পারে। সকালেই ধাক্কা দেওয়া শুরু করে মহম্মদ সামির আগুনে বোলিং। পরে অশ্বিনের ঘূর্ণি যথারীতি কামাল দেখায়। সামি পান ৩ উইকেট। অশ্বিন ৪ উইকেট। এছাড়া ১টি করে উইকেট পান উমেশ, কুলদীপ। শ্রীলঙ্কা ইনিংস গুটিয়ে যায় ১৮১ রানে।