প্রথম ৩টে একদিনের ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে সহজে হারে। এদিন টস জিতে বিরাট ব্যাট নিলেন। ব্যাট করতে নেমে শুরুতেই শিখর ধাওয়ানের উইকেট হারায় ভারত। হাল ধরেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ব্যাস, এই জুটিই ম্যাচের ভাগ্য লিখে দেন। ১৩১ রান করে যখন বিরাট আউট হলেন তখন ভারতের স্কোর পৌঁছে গেছে ২২৫ রানে। এখানেই শেষ নয়, রোহিতও ১০৪ রানের দুরন্ত ইনিংস খেলেন। পরে পাণ্ডিয়া ও কে এল রাহুল দ্রুত প্যাভিলিয়নমুখো হলেও নিজের ৩০০ তম ওয়ান ডে-তে ফের ব্যাট হাতে কামাল দেখালেন ধোনি। মণীশ পাণ্ডের সঙ্গে জুটি বেঁধে স্লগ ওভারে দুরন্ত ব্যাটিং করে মণীশ (৫০) ও ধোনি (৪৯) ভারতের স্কোরকে পৌঁছে দেন ৩৭৫ রানে।
৫০ ওভারে ৩৭৬ রান। এমন এক পাহাড় প্রমাণ লক্ষ্যমাত্রা ছুঁতে নেমে পরপর উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। মাঝে ম্যাথিউস (৭০) ও সিরিবর্ধনে (৩৯) একটা অসম লড়াই দেওয়ার চেষ্টা করলেও কাজের কাজ কিছু হয়নি। মাত্র ২০৭ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ১৬৮ রানে লজ্জার হার স্বীকার করতে হয় তাদের। এটাই শ্রীলঙ্কার নিজের মাটিতে সবচেয়ে বেশি রানের ব্যবধানে পরাজয়।
এদিন দলে জায়গা পান অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মণীশ পাণ্ডের মত কম সুযোগ পাওয়া খেলোয়াড়েরা। বিরাট কোহলিকে এদিন বল হাতে দেখতে পাওয়া অবশ্যই বড় পাওনা। ২ ওভার বল করে ১২ রান দেন অধিনায়ক। প্লেয়ার অফ দ্যা ম্যাচ হয়েছেন বিরাট কোহলি। ৫ ম্যাচের সিরিজে ৪-০-তে এগিয়ে গেল ভারত। শেষ ওয়ান ডে জিততে পারলে টেস্টের মত শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে ওয়ান ডে-তেও হোয়াইটওয়াশ করতে পারবে ভারত।