
অশ্বিনের ঘূর্ণিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই সাবাইনা পার্কের সবুজ পিচে বেসামাল ক্যারিবিয়ান শিবির। নিজেদের ঘরের মাঠে নিজেদের তৈরি পিচেই ১৯৬ রানে প্রথম ইনিংস গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। অশ্বিন একাই ৫২ রানে ৫ উইকেট নিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেন। পরে ব্যাট করতে নেমে দিনের শেষে ১ উইকেট হারিয়ে ভারতের স্কোর ১২৬। শিখর ধাওয়ান আউট হন ব্যক্তিগত ২৭ রানে। পাঁচ দিনের ক্রিকেটের প্রথম দিনেই এতকিছু ঘটে গেছে যে দিনের শেষে ম্যাচের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন সকলে। এই ম্যাচ ভারত পকেটে পুরেই ফেলেছে বলে মনে করছে খোদ ক্যারিবিয়ান সংবাদমাধ্যমও।