বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ান ডে-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেল ভারত। ডাকওয়ার্থ লুইসের নিয়মের গেরোয় পড়া ম্যাচে ২৬ রানে জয়ী হল বিরাটের বাহিনী। তবে শুরুটা জয় পাওয়ার মত হয়নি। বরং টস জিতে ব্যাট নেওয়া ভারতের বিরাট, মণীশরা শূন্য রানে আউট হওয়ার পর ম্যাচ বেশ কঠিনই মনে হয়েছিল। আউট হয়ে দ্রুত প্যাভিলিয়নে ফেরেন রাহানেও (৫)। কম রানে উইকেট পড়ে চাপে পড়া ভারতের হয়ে কিছুটা রুখে দাঁড়ানোর চেষ্টা করেন রোহিত শর্মা। কিন্তু তিনিও ২৮ রান করে আউট হন। এরপর কেদার যাদব রান করলেও এদিন খেলাটা বাঁচিয়ে দিয়েছেন ধোনি ও পাণ্ডিয়া। ধোনির ৭৯ রান ও পাণ্ডিয়ার ৮৩ রানের চোখ জুড়নো ইনিংস ভারতকে লড়াইয়ে ফিরিয়ে আনে। স্লগ ওভারে ভুবনেশ্বর কুমারের দুরন্ত ৩২ রান ভারতের স্কোরকে অবশেষে ২৮১ রানে দাঁড় করায়। যা ৫০ ওভারের ম্যাচে যথেষ্ট চ্যালেঞ্জিং। কিন্তু এর পরেই চেন্নাইতে বৃষ্টি শুরু হয়। ম্যাচ শুরু হতে দীর্ঘক্ষণ কেটে যায়। বৃষ্টি শেষে ফের ম্যাচ শুরু হলেও ডাকওয়ার্থ লুইস নিয়মে ওভার ৫০ থেকে কমে দাঁড়ায় ২১ ওভারে। অস্ট্রেলিয়াকে ২১ ওভারে জয়ের জন্য ১৬৪ রানের টার্গেট দেওয়া হয়।
২০ ওভারের ম্যাচ খেলে খেলে এখন ২১ ওভারে এই রান তোলাটা মোটেও কঠিন ছিলনা। কিন্তু খেলা শুরুর পর থেকেই অজি বাহিনীকে কেমন যেন রান তোলায় হুটোপাটি করতে দেখা যায়। যার গুনাগারও দিতে হয়। একের পর উইকেট পড়তে শুরু করে শক্তিশালী অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের। কার্টরাইট (১), স্মিথ (১), হেড (৫) পরপর আউট হয়ে ফেরার পর খেলার হাল ধরার চেষ্টা করেন ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলের বেশ কয়েকটা ছক্কা কিছুটা আশা জাগালেও ওয়ার্নার (২৫) ও ম্যাক্সওয়েল (৩৯) রানে ফেরার পর ম্যাচ ঢলে যায় ভারতের দিকে। বাড়তে থাকে বল ও জেতার জন্য প্রয়োজনীয় রানের ফারাক। স্টইনিস (৩) ও ওয়েড (৯) রানে আউট হওয়ার পর সব আশা কার্যত শেষ হয়ে যায়। ফকনারের ৩২ রানের ইনিংস কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। অবশেষে ২১ ওভারের শেষে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান করে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। ভারত জেতে ২৬ রানে। প্লেয়ার অফ দ্যা ম্যাচ হয়েছেন হার্দিক পাণ্ডিয়া। এই জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজে ১-০-তে এগিয়ে গেল ভারত। পরের ওয়ান ডে কলকাতায়। আগামী বৃহস্পতিবার।