ব্যাটিংয়ে কোহলির মারকাটারি ৯২, রাহানের মূল্যবান ৫৫ রান। বোলিংয়ে অজিদের মনে আতঙ্ক তৈরি করা ভুবনেশ্বর কুমারের বিষাক্ত বোলিং। কৃতিত্ব কারও কম নয়। কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট যদি বলতে হয় তবে তা নিঃসন্দেহে কুলদীপ যাদবের স্বপ্নের হ্যাটট্রিক। ওয়েড, এগার, কামিন্স। পরপর তিন বলে এই ৩ স্তম্ভকে হারিয়ে কার্যত অজিদের শেষ আশাটুকু ছিনিয়ে নেন কুলদীপ। এরপর জয় ছিল নেহাতই সময়ের অপেক্ষা।
এদিন ইডেনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। কিন্তু রাহানে ও বিরাট ছাড়া তেমন কেউই অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে বেশিক্ষণ টিকতে পারেননি। বরং শেষের দিকে পাণ্ডিয়া ও ভুবনেশ্বরের ২০ করে রান ভারতীয় দলের স্কোরকে ৫০ ওভারের শেষে ২৫২ রানে পৌঁছে দেয়। ওয়ান ডে-র স্কোর অনুযায়ী তেমন একটা বড় স্কোর না হলেও ইডেনের মত বড় মাঠে মন্দও নয়।
অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ভুবনেশ্বরের দুরন্ত বোলিংয়ে পরপর ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। কার্টরাইট ও ওয়ার্নার। দুই ওপেনার ১ রান করে করে প্যাভিলিয়নে ফেরার পর খেলার হাল ধরেন অধিনায়ক স্মিথ ও হেড। এই দুজনে ম্যাচ ঘোরানোর ব্যাটিং শুরু করতে এবার পাল্টা চাপে পড়ে ভারত। কিন্তু দলগত ৮৫ রানের মাথায় হেড আউট হন। ম্যাক্সওয়েল ও স্মিথ রান এগোতে থাকেন। কিন্তু ম্যাক্সওয়েল ফেরার পর স্টইনিসের সঙ্গে জোট বেঁধে রান তুলতে থাকেন স্মিথ। ব্যক্তিগত ৫৯ রান করে স্মিথ ফেরার পরও খেলা বাঁচানোর সুযোগ ছিল যথেষ্ট। ঠিক এই অবস্থায় দলগত ১৪৮ রানের মাথায় হ্যাটট্রিক করে অজিদের জেতার সুযোগে কার্যত শেষ পেরেকটা গেঁথে দেন কুলদীপ। শেষের দিকে স্টইনিস ৬২ রানের একটা লড়াই দিলেও উল্টোদিক থেকে তেমন সাহায্য পাননি। ২০২ রান করে গুটিয়ে যায় অজিদের ইনিংস। ম্যাচের মূল্যবান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কুলদীপ যাদব। ম্যান অফ দ্যা ম্যাচ বিরাট কোহলি। এদিনের জয়ের পর ৫ ম্যাচের সিরিজে ২-০-তে এগিয়ে গেল ভারত।