
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সব কিছু ঠিকঠাক এগোলে দ্বিতীয় টেস্টেও ভারতের জয় এখন সময়ের অপেক্ষা। প্রথম দিনে বলে ভেল্কি দেখিয়েছিলেন অশ্বিন। আর দ্বিতীয় দিনে ব্যাটে ক্যারিবিয়ানদের ঘুম কেড়ে নিলেন কে এল রাহুল। সাবাইনার পিচে শতরান তো করলেনই, সেইসঙ্গে গড়লেন ইতিহাস। ক্রিকেট ইতিহাস বলছে ওয়েস্ট ইন্ডিজে প্রথমবার খেলতে নেমে প্রথম টেস্টেই শতরান হাঁকানোর নজির নেই। কে এল রাহুলই প্রথম এই নজির গড়লেন। ব্যক্তিগত ১৫৮ রান করে এদিন আউট হন তিনি। ক্যাপ্টেন কোহলি ৪৪ রান করে ও চেতেশ্বর পূজারা ৪৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ৪২ রান করে অজিঙ্কা রাহানে ও ১ রানে ঋদ্ধিমান সাহা ক্রিজে রয়েছেন। দ্বিতীয় দিনের শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৩৫৮ রান। তৃতীয় দিনের খেলা শুরুর আগে ১৬২ রানে এগিয়ে ভারত।