টি-২০-তে খাতায় কলমে বিশ্বের ১ নম্বরে থাকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রমতালিকার ৫ নম্বরে থাকা ভারতের লড়াইটা উপভোগ্য হবে বলেই আশা করেছিলেন দিল্লিবাসী। আশিস নেহরাকে শেষবার মাঠে দেখা আর একটা টানটান টি-২০ ম্যাচ দেখতে ফিরোজ শাহ কোটলার মাঠ এদিন ছিল কানায় কানায় ভর্তি। টস জিতে এদিন প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড।
ভারতের ২ ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান যে দোর্দণ্ড প্রতাপে ব্যাট করলেন তাতে এই দুই ব্যাটসম্যানই খেলার ভাগ্য নির্ধারণ করে দেন। বুঝিয়ে দিলেন বুধবার সন্ধেটা ভারতের। দুজনেই ৮০ রান করে বিদায় যখন নেন তখন বাকিদের কাছে রান তোলার আত্মবিশ্বাসটা চুড়োয় পৌঁছেছে। বিরাট কোহলি ২৬ রান করেন। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০২ রান করে নিউজিল্যান্ডের সামনে পাহাড় প্রমাণ চ্যালেঞ্জ খাড়া করে ভারত।
ব্যাট করতে নেমে শুরু থেকেই রান তোলার তাড়ায় পরপর গুপ্তিল ও মুনরোর ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কিউয়িরা। উইলিয়ামসন (২৮) ও ল্যাথাম (৩৯) কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করলেও এদিন ভারতীয় বোলিং আক্রমণের সামনে নিউজিল্যান্ড দাঁড়াতেই পারেনি। একের পর এক উইকেট পড়তে থাকে তাদের। ক্রমশ খেলা থেকে হারিয়ে যেতে থাকে নিউজিল্যান্ড। শেষের কয়েকটা ওভার কার্যত নিয়মরক্ষায় পরিণত হয়। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ করে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস। এদিন ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন শিখর ধাওয়ান।
এদিনের জয়ের পর ভারত আইসিসি ক্রমতালিকায় টি-২০-তে এখনও ৫ নম্বরে থেকে গেলেও এদিন হেরে শীর্ষ স্থান খোয়াল নিউজিল্যান্ড। আইসিসি ক্রমতালিকার ১ নম্বরে উঠে এল পাকিস্তান।