ভারতকে ৪০ রানে হারিয়ে দিল্লিতে হারের মধুর প্রতিশোধ নিল নিউজিল্যান্ড। সেইসঙ্গে বুঝিয়ে দিল কেন তারা আইসিসি ক্রমতালিকায় টি-২০-তে সেরা দল। এদিন প্রথমে নিউজিল্যান্ড দুরন্ত ব্যাট করে ২০ ওভারে তোলে ১৯৬ রান। পুরো ইনিংসে মাত্র ২ উইকেট হারাতে হয় তাদের। তবে এদিন নিউজিল্যান্ডের জন্য জয়ের ডালি সাজিয়ে দেয় মুনরোর বিধ্বংসী ব্যাটিং। ১০৯ রান করে অপরাজিত থাকেন তিনি। কার্যত এদিন পুরো খেলায় দুই দল মিলিয়ে একজনই খেলেছেন, তাঁর নাম মুনরো। তবে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের বিষাক্ত বোলিং আক্রমণের কথা না বললে অবশ্য অন্যায় হবে। এদিন কিউয়ি ওপেনার গুপতিল ৪৫ রান করলেও মুনরোকে যোগ্য সঙ্গত দেন।
১৯৭ রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই দুই ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মার উইকেট হারায় ভারত। উইকেট শিকারি বোল্ট। কার্যত ওখানেই শেষ হয়ে যায় ভারতের জয়ের আশা। তবে বিরাট কোহলি এদিন দুরন্ত লড়াই দিয়েছেন। লড়াই দিয়েছেন মহেন্দ্র সিং ধোনিও। বিরাটের ৪২ বলে ৬৫ রান ও ধোনির ৩৭ বলে ৪৯ রান ভারতকে কিছুটা রান তাড়ার সুযোগ করে দেয়। এঁদের কাঁধে ভর করে অন্তত গোহারান হারতে হয়নি তাদের। এর বাইরে শ্রেয়স আইয়ার ২৩ রানের একটা অসম লড়াইয়ের চেষ্টা করলেও বাকি ভারতীয় ব্যাটসম্যানেরা কেউ ২ অঙ্কের রানে পৌঁছতে পারেননি। যার ফল হয়েছে রাজকোটে ডাহা হার। ৩ ম্যাচের সিরিজে ফলাফল এখন ১-১। তৃতীয় ও শেষ টি-২০ কার্যত ফাইনালের রূপ নিল। যে জিতবে, সিরিজ তার। তৃতীয় ম্যাচ আগামী মঙ্গলবার।