৬ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে টি-২০ সিরিজ জিতে নিল ভারত। মঙ্গলবার সন্ধেয় তিরুবনন্তপুরমে যে বৃষ্টি হচ্ছিল তাতে ম্যাচ আদৌও করা যাবে কিনা তা নিয়েই সন্দেহ ছিল। অবশেষে বৃষ্টি থামলে ম্যাচ শুরু হয় ঠিকই, কিন্তু ২০ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ৮ ওভারের মিনি ম্যাচে। টস জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে পাঠায় ভারতকে। ব্যাট করতে নেমে দুরন্ত গতিতে রান করতে গিয়ে শুরুতেই প্যাভিলিয়নে ফেরেন রোহিত, ধাওয়ান। এদিন ২ অঙ্কের রানে পৌঁছতে পারেন ভারতের বিরাট কোহলি (১৩), মণীশ পাণ্ডে (১৭) এবং হার্দিক পাণ্ডিয়া (১৪)। সব মিলিয়ে ৫ উইকেট হারিয়ে ৮ ওভারে ৬৭ রানে শেষ হয় ভারতের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ফিলিপস (১১) ও গ্র্যান্ডহোম (১৭) ছাড়া কিউয়িদের কেউই ২ অঙ্কের রান ছুঁতে পারেননি। ৮ ওভারের শেষে ৬ উইকেট হারিয়ে ৬১ রানেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ৬ রানে জয় পায় ভারত। এদিন ছিল সিরিজের নির্ণায়ক ম্যাচ। তাতে জিতে ২-১-এ সিরিজ জিতে নিল ভারত।