Sports

এবার থেকে ভারতীয় ক্রিকেটারদেরও ডিএনএ পরীক্ষা

আমেরিকার বাস্কেটবল এবং অস্ট্রেলিয়ার ফুটবল লিগের পর ভারতীয় ক্রিকেটেও ঢুকে পড়ল ডিএনএ টেস্ট। এতদিন ভারতীয় ক্রিকেটাররা শরীর ফিট রাখার জন্য শুধুমাত্র ফিটনেস পরীক্ষা দিতেন। কিন্তু এবার ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে ধোনি-কোহলিদের বসতে হবে ডিএনএ টেস্টেও। টিম ইন্ডিয়ার ফিটনেস ট্রেনার শঙ্কর বসুর নির্দেশ অনুযায়ী ক্রিকেটারদের জেনেটিক ফিটনেস ব্লু-প্রিন্ট তৈরি করতে চায় বিসিসিআই।

ডিএনএ টেস্ট একজন ব্যক্তির ফিটনেস, স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত ৪০টিরও বেশি জিন সম্পর্কিত একটি ধারণা দেয়। এই পরীক্ষা শুধু ফিটনেস রাখার জন্যই নয়। এর মাধ্যমে পেশির গঠন ও গতির উন্নতি, সহনশীলতা ও অতিরিক্ত ফ্যাট কমানোর ক্ষমতাও বাড়বে বলে আশা করা হচ্ছে। বোর্ড সূত্রের খবর, প্রতিটি ক্রিকেটারের জন্য বোর্ডের খরচ হবে ২৫ থেকে ৩০ হাজার টাকা। এই টেস্টের আরও বেশ কিছু সুবিধার দিক রয়েছে। এটির ফলে আলাদা ফিটনেস চার্ট তৈরি করা সম্ভব হবে। যেখানে জানা যাবে চোট পাওয়ার পর সংশ্লিষ্ট ক্রিকেটারের সুস্থ হতে ঠিক কত সময় লাগবে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button