উৎসব ভাসাবার পর ইডেনে ভারত-শ্রীলঙ্কার দ্বৈরথকে নিশানা করেছিল নিম্নচাপ। ম্যাচের আগের দিন প্রবল বৃষ্টিতে অনেকেই ধরে নিয়েছিলেন, এই টেস্ট ম্যাচ হয়তো ভেস্তে যেতে চলেছে। ম্যাচের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকালেও টিপ টিপ বৃষ্টির জন্য মাঠ ঢাকাই ছিল। কিন্তু বেলার দিকে বৃষ্টি কমায় স্টেডিয়ামে ঢোকেন শ্রীলঙ্কা অধিনায়ক দীনেশ চন্ডিমল। তারপরেই আসে বিরাট অ্যান্ড কোং। বৃষ্টি থামার পর প্রথমে মাঠের আউটফিল্ডের আবরণ সরানো হলেও পিচ তখনও ঢাকাই ছিল।
অবশেষে দুই আম্পায়ার ও ম্যাচ রেফারি মাঠ পরিদর্শন করে বেলা ১ টায় খেলা শুরুর নির্দেশ দেন। শ্রীলঙ্কা টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। বিকেল সাড়ে ৫টা অবধি খেলা চলবে এবং চা বিরতি হবে বিকেল ৩টে ৩০মিনিটে।