ক্রিকেটের নন্দনকাননে জয়ের মাত্র তিন কদম দূরেই থামতে হল টিম ইন্ডিয়াকে। ম্যাচের চতুর্থ দিনের শেষেই খেলার রাশ খানিকটা হলেও নিজেদের হাতে রেখেছিল ভারত। ১৭১ রানের পুঁজি এবং হাতে ৮ উইকেট নিয়ে খেলতে নামা ভারত ৮ উইকেটের বিনিময়ে ৩৫২ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। বিরাট কোহলি তাঁর ক্রিকেট কেরিয়ারের ৫০ তম সেঞ্চুরি করে ১০৪ রানে অপরাজিত থাকেন।
২৩১ রানের লক্ষ্যমাত্রা হাতে নিয়ে খেলতে নেমে শ্রীলঙ্কা বাহিনী গভীর ব্যাটিং সঙ্কটে পড়ে যায়। সমরাবিক্রমাকে শূণ্য রানেই বোল্ড করেন ভুবনেশ্বর কুমার। এরপর করুণারত্নেকেও বিন্দুমাত্র করুণা না দেখিয়ে তাঁর স্টাম্প ছিটকে দেন মহম্মদ সামি। লাহিরু থিরিমানে ও অ্যাঞ্জেলো ম্যাথিউজের আউটের পর শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ২২ রান। তারপরেই শ্রীলঙ্কা অধিনায়ক দীনেশ চন্ডিমল ও নিরোশন ডিকওয়েলা গড়ে তোলেন প্রতিরোধ। চন্ডিমল করেন ২০ রান এবং ডিকওয়েলা ২৭ রান করে আউট হন। এরপর সনকা আউট হওয়াতে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৭৫। কিন্তু খারাপ আলোর জন্য আম্পায়ার ম্যাচ বন্ধের নির্দেশ দেন। ড্র হয়ে যায় ভারত শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচ। দুই ইনিংসে ৮ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হন ভুবনেশ্বর কুমার।