টস জিতে নাগপুরে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। হয়তো লক্ষ্য ছিল প্রথমে ব্যাট করে একটা বড় রান খাড়া করে ভারতকে তাড়া করতে পাঠাবে তারা। যাতে ম্যাচের চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে হাবুডুবু খায় ভারত। কিন্তু ব্যাট করতে নামার পরই ছন্দপতন। করুণারত্নে (৫১) ও অধিনায়ক চন্ডিমল (৫৭) বাদ দিলে কেউই বেশিক্ষণ ভারতীয় বোলিং আক্রমণের সামনে টিকতে পারেননি। ফলে ২০৫ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। অশ্বিন ৪, ইশান্ত ৩ ও জাদেজা ৩ উইকেট তুলে শ্রীলঙ্কাকে প্রথম দিনের খেলা শেষের আগেই বোলিং করতে মাঠে নামিয়ে দেন।
নাগপুরের পিচে পড়ন্ত বিকেলে ব্যাট করতে নেমে শুরুতেই কে এল রাহুলের উইকেট হারায় ভারত। দিনের শেষে ১ উইকেট হারিয়ে ভারতের স্কোর ১১ রান। ক্রিজে রয়েছেন মুরলী বিজয় ও চেতেশ্বর পূজারা। দ্বিতীয় দিনে ভারতীয় ব্যাটিং বড় রানের ইনিংস গড়ে দিলে এই টেস্টে ভারতের জয়ের সম্ভাবনা উজ্জ্বল বলে মনে করছেন ক্রিকেট বোদ্ধারা।