নাগপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ও ২৩৯ রানে শ্রীলঙ্কাকে পরাস্ত করল ভারত। টেস্টের তৃতীয় দিন ১ উইকেটে ২১ রানে শেষ করেছিল লঙ্কা বাহিনী। ম্যাচের চতুর্থ দিন খেলতে নেমে ধ্বস নামে তাদের ব্যাটিংয়ে। মাত্র ১৬৬ রানেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার যাবতীয় প্রতিরোধ।
এদিন খেলার শুরুতেই করুণারত্নে, থিরিমানে, ম্যাথিউজ ও ডিকওয়েলা ফিরে যান। দাসুন সনকাকে সঙ্গে করে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অধিনায়ক দীনেশ চন্ডিমল। কিন্তু সেই চেষ্টায় জল ঢেলে সনকাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান রবিচন্দ্রন অশ্বিন। এরপরেই দিলরুয়ান পেরেরা ও রঙ্গনা হেরাথকে শূন্য রানে আউট করে অশ্বিনের ঘূর্ণি। ৮২ বলে ৬১ রানের মারকাটারি ইনিংস খেলে চন্ডিমল আউট হন। উমেশ যাদবের বলে অশ্বিনের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। সুরঙ্গা লাকমল ৩১ রানে অপরাজিত থাকেন।
এদিন ভারতের জয়ের নায়ক কার্যত অশ্বিন। সেইসঙ্গে এদিন একটি অনন্য ইতিহাসও গড়লেন তিনি। সবচেয়ে কম টেস্ট ম্যাচ খেলে ৩০০ উইকেট পকেটে পোরার বিরল নজির গড়লেন ভারতের এই ঘূর্ণি আক্রমণ। এখনও পর্যন্ত সবচেয়ে কম টেস্টে ৩০০ উইকেট দখলের বিরল রেকর্ড ছিল কিংবদন্তী বোলার ডেনিস লিলির। নাগপুরের সবুজ গালিচায় শ্রীলঙ্কাকে হেলায় হারিয়ে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ১-০-এ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।