দিল্লি টেস্ট ম্যাচ কোনওরকমে বাঁচাতে সক্ষম হল শ্রীলঙ্কা। ৩ উইকেটের হারিয়ে ৩১ রানের পুঁজি নিয়ে বুধবার টেস্টের পঞ্চম দিনে মাঠে নামে শ্রীলঙ্কা। শুরুতেই অ্যাঞ্জেলো ম্যাথিউজকে ফেরান রবীন্দ্র জাদেজা। বাকি ৬ উইকেট তুলে নিতে হবে সারা দিনে। এটাই ছিল ভারতের একমাত্র লক্ষ্য। পঞ্চম দিনের পিচ। ফলে উইকেট পড়ার সম্ভাবনাও অনেক বেশি। অন্যদিকে শ্রীলঙ্কার সামনে চ্যালেঞ্জ ছিল উইকেট আঁকড়ে পড়ে থাকা। ম্যাথিউজ ফেরার পর লঙ্কাবাহিনীর অধিনায়ক দীনেশ চন্ডিমল ধনঞ্জয় ডি’সিলভাকে সঙ্গে করে খানিক লড়াই চালান। কিন্তু প্রথম ইনিংসে ১৬৪ করা চন্ডিমল ৩৬ রান করেই থেমে যান। অশ্বিনের ফ্লাইটেড ডেলিভারিতে তিনি আউট হন। এরপর যখন শ্রীলঙ্কার কোনও আশা নেই বলে মনে হচ্ছিল সকলের, সেখানেই ব্যাট হাতে কামাল দেখানো শুরু করেন ধনঞ্জয়।
উইকেট ধরে রাখার পাশাপাশি রানের গতি বজায় রেখে শতরান করেন তিনি। কিন্তু পেশিতে টান ধরায় এদিনের শতরান করা লঙ্কাস্টার ধনঞ্জয় (১১৯) রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিংরুমে ফিরে আসেন। এরপরই রোশেন সিলভা ও নিরোশন ডিকওয়েলা কার্যত প্রতিরোধের প্রাচীর খাড়া করেন। হাজার চেষ্টা করেও এই দুজনকে ফেরাতে পারেনি ভারতের বোলিং আক্রমণ। সূর্য পশ্চিমে ঢলে পড়ার সঙ্গে সঙ্গে ম্যাচও ড্রয়ের কোলে ঢলে পড়ে। ডি’সিলভা ৭৪ এবং ডিকওয়েলা ৪৪ রানে অপরাজিত থাকেন।
জিততে মরিয়া ভারত তাদের তালিকাভুক্ত বোলারদের ছাড়াও শ্রীলঙ্কার উইকেট নিতে কোনও চেষ্টার ত্রুটি রাখেনি। অধিনায়ক বিরাট কোহলি এবং মুরলী বিজয়কে ভারতের হয়ে বল করতে দেখা গেছে। যদি অচেনা বোলারদের বলে কোনওভাবে ভুল করে কাবু হন শ্রীলঙ্কার ব্যাটসম্যানেরা। কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি। তৃতীয় টেস্ট ড্র হওয়ায় টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিল ভারত।